এখনও আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন মেসি

messiটানা তিন বছরে হেরেছেন তিন ফাইনাল। এমনকি হতাশায় জাতীয় দল আর্জেন্টিনা থেকে অবসর পর্যন্ত নিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি! বারবার ধাক্কা খাওয়ার পরও আশা হারাননি তিনি। এখনও আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন বার্সেলোনা ফরোয়ার্ড।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হারে জার্মানির বিপক্ষে। পরের দুই বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে রক্তাক্ত হয় আর্জেন্টাইনদের হৃদয়। মেসিকে নিয়ে তারা স্বপ্ন দেখলেও পূরণ হচ্ছে না তা। বার্সেলোনা ফরোয়ার্ডও জানেন তার দেশের মানুষের প্রত্যাশা। নিজেও তো চান দেশের হয়ে একটি শিরোপা। শত চেষ্টার পরও হচ্ছে না, ফুটবলদেবতা তাদের হতাশ করছেন শেষ মুহূর্তে। টানা তিন বছর কষ্টের নীল স্রোতে ভেসে বেড়ালেও স্বপ্ন এখনও বুকে লালন করছেন মেসি।

ব্রিটিশ ম্যাগাজিন ‘কোচ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘(২০১৬ সালের কোপা) ফাইনালে হতাশজনক হারের পর ভাবার মতো যথেষ্ট সময় আমি পেয়েছিলাম। তা ছাড়া মানুষজনের সঙ্গে কথা হয়েছিল আমার, তাতে আমার মনে হয়েছিল সিদ্ধান্তটা পাল্টানো উচিত।’ আর্জেন্টিনা জাতীয় দলে দ্বিতীয় অধ্যায় শুরুর গল্প শোনানোর সঙ্গে স্বপ্নটাও ভাগাভাগি করলেন তিনি এভাবে, ‘এখনও আমার প্রত্যাশা অনেক বড়, এখনও আমি স্বপ্ন দেখি আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার।’ মার্কা

/কেআর/