এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল

 

গোলমুখ খুলে সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন লেইভাসপ্তাহখানেক আগে সর্বকনিষ্ঠ লিভারপুলকে তাদের মাঠে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল প্লাইমাউথ আরগাইল। আর তাই এফএ কাপ তৃতীয় রাউন্ডের ম্যাচটি ফের খেলতে হলো দুই দলকে। এবার আর হোঁচট খেতে হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবকে। দ্বিতীয় বিভাগের প্রতিপক্ষকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল।

ইয়ুর্গেন ক্লপ এবারও তারকাসমৃদ্ধ দলকে নামাননি। বদলি ও রিজার্ভে থাকা খেলোয়াড়দের নিয়ে লড়াইয়ের কৌশল সাজান তিনি। ডিভক ওরিগির সঙ্গে ড্যানিয়েল স্টুরিজ ও ফিলিপ কৌতিনিয়ো একাদশে থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছেড়েছেন দুজন। অবশ্য তার আগেই লিভারপুল চালকের আসনে বসে।

১৮ মিনিটে ডিবক্সের মধ্যে দাঁড়ানো লুকাস লেইভা একটি ফ্রিকিক থেকে বল পেলে ফাঁকা গোলপোস্টে গোল করেন। দ্বিতীয় বিভাগের প্লাইমাউথ এরপর কয়েকবার সফরকারী দলের এলাকায় আক্রমণ চালায়। কিন্তু স্কোরশিট বদলাতে পারেনি। বরং লিভারপুলের সামনে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে ৮৬ মিনিটে। তবে ওরিগির পেনাল্টি শট লুক ম্যাককরমিক রুখে দিলে একমাত্র গোলেই জয় পায় লিভারপুল।

আগামী ২৮ জানুয়ারি চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

বুধবার দিনের অন্য দুই রিপ্লে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৩-১ গোলে বার্মিংহাম সিটিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে। নরউইচ সিটির হৃদয় ভেঙে শেন লং ইনজুরি সময়ে গোল করলে ১-০ ব্যবধানে তৃতীয় রাউন্ডের বাধা টপকায় সাউদাম্পটন। সূত্র- গোলডটকম

/এফএইচএম/