ফিফায় ম্যারাডোনার স্বপ্নপূরণ

দিয়েগো ম্যারাডোনাফিফাকে ‘পরিষ্কার ও স্বচ্ছ’ করার অভিযানে যোগ দিতে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা।

দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারিতে সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে ৮ বছর নিষিদ্ধ হওয়ায় সাম্প্রতিক সময়ে কলুষিত হয়েছিল ফিফা। তবে আরও আগে থেকেই ফিফার কড়া সমালোচনা করেছেন দিয়েগো ম্যারাডোনা। বিশেষ করে ব্লাটার ও মিচেল প্লাতিনি ছিল তার চক্ষুশূল। এবার তিনিই ফিফাকে কলুষমুক্ত করতে বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কাজ করবেন।

ফিফাকে ‘পরিষ্কার ও স্বচ্ছ’ বানাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সঙ্গে একমত হয়েছেন ম্যারাডোনা। ইনফান্তিনোর সঙ্গে একটি ছবি পোস্ট করে নতুন এ দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ফেসবুকে আর্জেন্টাইন গ্রেট তার স্বপ্নপূরণের খবর পোস্ট করেছেন, ‘হ্যা, এখন এটা আনুষ্ঠানিক। ফুটবলকে যারা ভালোবাসে সেই সব মানুষদের নিয়ে একটি পরিষ্কার ও স্বচ্ছ ফিফা বানাতে কাজ করার স্বপ্ন আমি দেখতাম। অবশেষে আমার জীবনের অন্যতম এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যারা আমাকে অনুপ্রাণিত করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ।’ সূত্র- দ্য গার্ডিয়ান

/এফএইচএম/