মৌসুম শেষে বার্সাকে বিদায় বলবেন এনরিকে

লুই এনরিকে

ন্যু ক্যাম্পে লুই এনরিকের দায়িত্ব খানিকটা বিতর্কিত হতে শুরু করেছিল। ক্লাবের প্রতি দায়বদ্ধতা আর নেই তার, এমনটা কানাঘুষা চলছিল চারপাশে। সেগুলো অবশ্য কানে নেননি স্প্যানিশ কোচ। বুধবার স্পোর্তিং গিহনের বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ এমন ঘোষণা দিলেন যে আর তাকে ঘিরে ওসব বিতর্কের সুযোগ পাবে না কেউ।

এই মৌসুম শেষ হলেই বার্সেলোনা ছাড়বেন নিশ্চিত করলেন এনরিকে। কাতালানদের ট্রেবলজয়ী কোচ বলেছেন, ‘আমি পরের মৌসুমে বার্সেলোনার কোচ থাকব না।’ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এ মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এনরিকের, ‘মৌসুমের আগে (ক্লাব পরিচালক অ্যালবার্ট) সোলার ও রবার্টের (ফার্নান্দেজ) সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ওই সময় চুক্তি নবায়ন না করার সম্ভাবনার কথা বলেছিলাম।’

ক্লাব কর্মকর্তারা তাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন। কিন্তু এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় হয়েছে মনে করেন এনরিকে। চুক্তি নবায়ন না করার কারণ জানালেন বার্সার সঙ্গে ৮টি শিরোপাজয়ী কোচ, ‘আমার বিশ্রাম নেওয়ার সময় খুবই কম। এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু খুব ভালোভাবে চিন্তাভাবনা করেছি। আমার বিশ্রাম দরকার। আমার উপর আস্থা রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ। অবিস্মরণীয় তিনটি বছর কেটেছে এখানে।’

২০১৪ সালে জেরার্দো মার্তিনোর উত্তরসূরি হয়ে প্রথম মৌসুমেই বার্সেলোনাকে ট্রেবল জেতান এনরিকে। শেষটাও একইভাবে করতে চান তিনি। যদিও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খাদের কিনারায় তারা। কিন্তু আশা হারাতে চান না ৪৬ বছর বয়সী কোচ। আর লা লিগায় শীর্ষস্থানটা ধরে রাখতে পুরো দলকে কোমড় বেধে নামতে বললেন তিনি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/