জয় পেয়েছে ইংল্যান্ড-জার্মানি

_95324996_defoe_rexবিশ্বকাপ বাছাইয়ে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়েছে সাউথগেটের শিষ্যরা।

ওয়েম্বলিতে দুটি গোলই হয়েছে দুই অর্ধে। ২১ মিনিটে ডিফো ও ৬৬ মিনিটে গোল করেন ভার্ডি। ২০১৩ সালের পর ডাক পাওয়ায় তার অবদান ঠিকই মাঠে দিয়ে দিলেন ডিফো। এরপর রক্ষণে ভালোভাবেই প্রতিরোধ দেওয়ার চেষ্টায় ছিল লিথুনিয়া। কিন্তু ভার্ডিকে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামালে সেই প্রতিরোধও অটুট রাখতে পারেনি লিথুনিয়া।

অবশ্য খেলা শুরুর আগে লন্ডন হামলায় হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

একইভাবে বাছাইয়ে জয় পেয়েছে জার্মানি। আজারবাইজানকে ৪-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেছেন আন্দ্রে শুরলে (১৯ ও ৮১ মিনিট)। একটি করেছেন মুলার (৩৬ মিনিট) ও মারিও গোমেজ (৪৫ মিনিট)। ৩১ মিনিটে একটি গোল শোধ করে আজারবাইজানের নাজারোভ।

কয়েক দিন আগেই ইংল্যান্ডকে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারায় জার্মানি। সেই ম্যাচ থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন কোচ লো। এরমধ্য দিয়ে ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে জার্মানি। ফলে বাছাই পর্বের সি গ্রুপে শীর্ষেই থাকলো বিশ্বচ্যাম্পিয়নরা।

/এফআইআর/