মেসির শাস্তি কমানোর আশ্বাস নতুন এএফএ প্রেসিডেন্টের

ক্লাউদিও তাপিয়ালিওনেল মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নে বড় ধরনের ধাক্কা। তার শাস্তি কমাতে পদক্ষেপ নেওয়াই এখন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জন্য গুরুত্বপূর্ণ কাজ। নবনির্বাচিত প্রেসিডেন্ট সেই লক্ষ্যেই কাজ শুরু করবেন।

গত বুধবার ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাউদিও তাপিয়া। দীর্ঘদিনের প্রেসিডেন্ট হুলিও গ্রান্দোনা ২০১৪ সালে মারা যান। তার স্থলাভিষিক্ত লুইস সেগুরা গত বছরের জুনে প্রতারণার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন। প্রায় এক বছর পর সেই পদটি স্থায়ীভাবে পূরণ করলেন তাপিয়া ৪৩ ভোটের মধ্যে ৪০টি পেয়ে।

তাপিয়া প্রেসিডেন্ট পদটি এমন সময়ে পেলেন যখন মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে চারদিক আলোচনা। দক্ষিণ আমেরিকান বাছাইয়ে আর মাত্র চার ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা, যার তিনটিতে থাকবেন না মেসি।

আর এটি মাথায় রেখে তাপিয়া বলেছেন, ‘মেসির দুশ্চিন্তা করার দরকার নেই। তার নিষেধাজ্ঞা কমাতে আমরা যা করা দরকার সেটা করব। এ শাস্তিটা অন্যায়।’

মেসি কি ভরসা করতে পারেন নতুন প্রেসিডেন্টের উপর? সূত্র- গোলডটকম

/এফএইচএম/