রিয়ালকে ছিটকে দেওয়ার বিশ্বাস বায়ার্নের

মুলার ও লামের অনুশীলন দেখছেন আনচেলত্তিরিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর চাপে থাকা স্বাভাবিক বায়ার্ন মিউনিখের জন্য। কিন্তু কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে সব ধরনের চাপ ঝেড়ে ফেলছে জার্মান জায়ান্টরা।

শনিবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে গোলশূন্য ড্র কাগজে কলমে বায়ার্নের জন্য অস্বস্তির হতে পারে। কিন্তু বাভারিয়ান ড্রেসিংরুমের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় মানসিক শক্তি ধরে রাখতে সব চেষ্টা করে যাচ্ছেন। লেভারকুসেনের বিপক্ষে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা, কিন্তু ওগুলো রিয়ালের বিপক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে মনে করেন বায়ার্নের তারকারা।

বায়ার্নের অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ‘আমরা জানি দুই গোল করার সামর্থ্য আমাদের আছে। এই ম্যাচে (লেভারকুসেন)তৈরি হওয়া সুযোগগুলো আমাদের খুব আশাবাদী করে তুলছে। অবশ্যই রিয়াল ফেভারিট, কিন্তু আমরাও সেখানে জিততে পারি।’

ফরোয়ার্ড থমাস মুলার ইঙ্গিত দিয়েছেন শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়ে যাওয়ার, ‘আমরা অনেক সুযোগ নষ্ট করেছি এটা দুঃখজনক। কিন্তু মঙ্গলবারের লড়াইয়ের জন্য মুখিয়ে আছি আমরা।’ কোচ কার্লো আনচেলত্তির মন বলছে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ফেরাটা হবে যুগের সেরা, ‘আমরা সত্যিই বিশ্বাস করি আমাদের সুযোগ আছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ বিশেষ করে তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির ফেরা ইতালিয়ান কোচের জন্য সুসংবাদ, ‘মিউনিখে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছে লেভানডস্কি। মনে হচ্ছে সে প্রস্তুত।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/