রিয়ালকে কাঁদানো সেই লেভানদোস্কি প্রস্তুত

লেভানদোস্কি২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ম্যাচটা এখনও পোড়ায় রিয়াল মাদ্রিদ সমর্থকদের। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে সেবার বিধ্বস্ত হয়ে ফিরতে হয়েছিল তাদের। সিগনার ইডুনা পার্কে মাদ্রিদের ক্লাবটিকে একাই গুড়িয়ে দিয়েছিলেন রবার্ত লেভানদোস্কি। চার গোল করে রিয়ালের অহং ধুলোয় মিশিয়ে দেওয়া এই স্ট্রাইকার আবার ফিরছেন মঞ্চে, এবার তিনি বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হয়ে গেছে ইতিমধ্যে। বায়ার্ন-রিয়ালের দেখা হয়ে গেলেও লেভানদোস্কির নামা হয়নি মাঠে। কাঁধের চোটে আলিয়েঞ্জ অ্যারেনার ম্যাচে বাইরে কাটানো এই স্ট্রাইকার দ্বিতীয় লেগের জন্য প্রস্তুত বলে জানিয়েছিলেন বায়ার্ন কোচ কার্লো অ্যানচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে পোলিশ স্ট্রাইকারকে খুব দরকারও জার্মান চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠের ২-১ গোলের হার নিয়ে নামতে যাচ্ছে তারা দ্বিতীয় লেগে। ঘুরে দাঁড়ানোর ম্যাচে লেভানদোস্কির দলের সঙ্গে থাকাটা যে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে, সেটা অ্যানচেলত্তিই স্বীকার করেছেন মাদ্রিদে পৌঁছানোর পর, ‘রবিবার স্কোয়াডের অন্য সবার সঙ্গে অনুশীলন করেছে লেভানদোস্কি। ও এখন পুরোপুরি ফিট। লেভানদোস্কির ফেরাটা আমাদের অনেক সাহায্য করবে। আমরা আমাদের কৌশলে কোনও পরিবর্তন আনছি না, তবে ওর ফেরাটা আমাদের আরও বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে।’

লেভানদোস্কির ফেরায় বায়ার্নের শক্তি বেড়ে যাচ্ছে আরও। বিশেষ করে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের স্মৃতিটা বায়ার্নের মনেও উঁকি মারছে নিশ্চিতভাবে। তাদের জার্সি পড়ে না হোক, ডর্টমুন্ডের হয়ে এই রিয়ালকে একাই উড়িয়ে দিয়েছিলেন লেভানদোস্কি। চার গোল করে প্রথম লেগেই রিয়ালকে ছিটকে দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার। বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বায়ার্ন নিশ্চিতভাবেই চার বছর আগের পারফরম্যান্সটা চাইবে লেভানদোস্কির কাছে। মার্কা

/কেআর/