পিচিচি ট্রফি মেসির

মেসিবার্সেলোনাকে লা লিগা জেতাতে না পারলেও নিজ ঘরে একটি ট্রফি নিতে পারলেন লিওনেল মেসি। লিগ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জিতেছেন তিনি। রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের দিনে এটি মেসির জন্য সান্ত্বনার হতে পারে।

২০১৩ সালের পর এ ট্রফি জিতলেন মেসি। ক্যারিয়ারে চতুর্থবার সবচেয়ে বেশি গোলদাতার আসনটি নিজের করে নিলেন তিনি। সবচেয়ে বেশি পিচিচি ট্রফিজয়ীদের তালিকায় তিনি পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। এ পুরস্কার সর্বোচ্চ ৬ বার পেয়েছেন স্পেনের লিজেন্ড তেলমো জারা। তিনি ছাড়া মেসির উপর আরও আছেন ৫ বার করে জেতা আলফ্রেদো দি স্তেফানো, কুইনি ও হুগো সানচেজ।

এ মৌসুমে বার্সেলোনার জার্সিতে লিগে ৩৭ গোল করেছেন মেসি। গতবারের সর্বোচ্চ গোলদাতা ও ক্লাব সতীর্থ লুই সুয়ারেস (২৯) এবার তার চেয়ে ৮ গোল পেছনে থেকে দুই নম্বরে।

তিনবারের পিচিচি ট্রফি জয়ী রোনালদো ২৫ গোল নিয়ে এবারের মৌসুমে তৃতীয় শীর্ষ গোলদাতা।

মৌসুমের শেষদিন তিন তারকাই গোল পেয়েছেন। অ্যাইবারের বিপক্ষে মেসি করেছেন জোড়া গোল, সুয়ারেস একটি। আর শুরুতেই মালাগার জালে বল পাঠান রোনালদো। সূত্র- গোলডটকম

/এফএইচএম/