এফএ কাপে আর্সেনালের রেকর্ড শিরোপা

২০১৭ সালের এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনালঅ্যান্তনিও কোন্তের ডাবল জেতার হলো না। চেলসির সঙ্গে নিজের প্রথম মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারলেও এফএ কাপে সফল হলেন না ইতালিয়ান কোচ। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৩তম এফএ কাপ শিরোপা জিতেছে আর্সেনাল। চার বছরে গানারদের এটি তৃতীয় শিরোপা।

শুরু থেকে দাপট দেখিয়েছে আর্সেনাল। মাত্র চতুর্থ মিনিটে গোলমুখ খোলে তারা। অ্যালেক্সিস সানচেজ এগিয়ে দেন গানারদের। প্রথমার্ধে দুটি সুযোগ নষ্ট করে তারা। চেলসি বিরতিতে যায় ১-০ গোলে পিছিয়ে থেকেই।

পিছিয়ে পড়া চেলসি ১০ জনের দল হয়ে যায় ৬৮ মিনিটে। ১৩ মিনিটের ব্যবধানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিক্টর মোসেস। তবে ৭৬ মিনিটে দিয়েগো কস্তার সমতাসূচক গোলে ম্যাচে উত্তেজনা ফেরে। এ গোলের রেশ বেশিক্ষণ থাকেনি। ৭৯ মিনিটে অলিভার জিরুদের কাট ব্যাক থেকে জয়সূচক গোল করেন অ্যারন রামসি। ২০১৪ সালের পর আবারও আর্সেনালের জয়ের নায়ক তিনি। ওই আসরে হালসিটির বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করেছিলেন রামসি।

পরের বছরও তারা জেতে ১২তম এফএ কাপ শিরোপা, গতবার যেটা পুনরুদ্ধার করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় গানারদের স্পর্শ করেছিল ম্যানইউ। এবার তাদের পেছনে ফেলল আর্সেনাল। একই সঙ্গে তীব্র সমালোচনার মধ্যে থাকা কোচ আর্সেন ওয়েঙ্গার রেকর্ড সপ্তম এফএ কাপ জিতে সমালোচকদের মুখ বন্ধ করলেন। সূত্র- গোলডটকম

/এফএইচএম/