মেসির অন্যরকম প্রশংসায় এনরিকে

মেসির অন্যরকম প্রশংসায় এনরিকে লা লিগার শিরোপা জিততে পারেননি। তাতে কী? কোপা দেল রের শিরোপা দিয়েই লুই এনরিকেকে বিদায়ী উপহার দিয়েছে তার শিষ্যরা। এমন প্রাপ্তিতে তৃপ্ত হতেই পারেন বিদায়ী কোচ। বিদায়বেলায় এমন উপহার পেয়ে প্রিয় শিষ্য মেসিকে প্রশংসায় ভাসালেন কোচ লুই এনরিকে, ‘যে কোনও দিক দিয়েই এই মেসি অন্য গ্রহের। আমি সত্যিই ভাগ্যবান যে ওর সেরা কিছু দেখার ও উপভোগ করার সুযোগ পেয়েছি।’

চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় ব্যর্থতার পর কোচকে অন্তত একটি শিরোপা উপহার দিয়েছে বার্সা। শনিবার লিওনেল মেসির জাদুতে আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় তারা। আর এই শিরোপা দিয়েই তৃতীয় কোপা দেল রেসহ ৯টি শিরোপা জিতে বার্সা ক্যারিয়ার শেষ করলেন এনরিকে। তাই বিদায়ের আগে এভাবেই বললেন এই কোচ, ‘আমি সত্যিই আনন্দিত। বার্সা ভক্তদের এভাবে ট্রফি জিতিয়ে আনন্দ দিতে পেরে আমার গর্ব হয়।’

তিনি আরও যোগ করেন, ‘নিঃসন্দেহে মেসিই সেরা একজন। আর মেসির কাছ থেকে আরও কিছু আসবে বলেই আশা করি।’

১৩ শিরোপার মধ্যে ৯টি জিতেছেন বার্সার হয়ে। তাই একে ভিন্ন রেকর্ড হিসেবে দেখছেন এনরিকে। আর ক্যারিয়ার শেষ করার পেছনের ব্যাখ্যা দিলেন এভাবেই, ‘আসলে এভাবে থেমে যাওয়াটা আমার ও খেলোয়াড়দের জন্য ভালো। তাদের আরও উদ্দীপনা ও উজ্জীবিত করা প্রয়োজন।  আর ১৩টির মধ্যে ৯টিতে শিরোপা ভালো রেকর্ড।’

/এফআইআর/