বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু ১২ জুন

BPL_2016-17ঢাকা আবাহনীর হাতে উঠেছিল গত আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্ব। এবার তাদের ধরে রাখার পালা। নাকি শিরোপা উঠছে অন্য কারও হাতে? নতুন করে শিরোপার লড়াই শুরু হতে যাচ্ছে আর সপ্তাহখানেক পর। বাংলাদেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক করেছে বাফুফে।

আগামী ১২ জুন থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বাফুফে পেশাদার ফুটবল লিগ কমিটি এ সিদ্ধান্ত জানায়। শনিবার বাফুফে ভবনের বোর্ড রুমে আয়োজিত লিগ কমিটির সভা শেষে আরও একটি ব্যাপার চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ জুন হবে চলতি ফেডারেশন কাপের ফাইনাল।

বাফুফে ভাইস প্রেসিডেন্ট আবদুস সামাল মুর্শেদীর নেতৃত্বে এ কমিটি জানায়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, আর রানার্সআপ পাবে ১০ লাখ টাকা। এছাড়া বিপিএলে অংশ নেওয়া দলগুলোর জন্য সব মিলিয়ে আর ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

/এফএইচএম/