ব্রাজিলের পর ২০১৮ সালের বিশ্বকাপে ইরান

বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পর ইরান ফুটবল দলের উল্লাসসবার আগে ২০১৮ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটল ইরান। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের বাধা পেরিয়ে ফুটবল মহাযজ্ঞের মূল পর্ব নিশ্চিত করে তারা উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে।

তেহরানের ম্যাচে ইরান জয় পায় সর্দার আজমউন ও মেহদি তারেমির লক্ষ্যভেদে। ম্যাচের ২৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আজমউন, আর শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে তামেরি জাল খুঁজে পেলে বিশ্বকাপের মূল পর্বে ওঠার আনন্দে মাতে ইরান। গত বিশ্বকাপেও মূল পর্বেও সুযোগ পেয়েছিল তারা। যদিও গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল এশিয়ার দলটির।

তাদের আগে ২০১৮ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উড়তে থাকা সেলেসাওরা ৪ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে বিশ্বকাপ। এই অঞ্চল থেকে সরাসরি জায়গা পাবে চার দল। ব্রাজিল ওঠে যাওয়ার বাকি আছে তিনটি জায়গা। পঞ্চম দলও সঙ্গী হতে পারে, তবে সে জন্য তাদের পেরোতে হবে প্লে অফের বাধা। বিবিসি

/কেআর/