বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি চিলি

2897660_full-lndকনফেডারেশন্স কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকা জয়ী চিলি। রাশিয়ায় বাংলাদেশ সময় রবিবার রাত ১২টায় মুখোমুখি হবে এই দুই দল।

এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হলেও সেখানে ১-১ সমতাতেই নিষ্পত্তি হয় ম্যাচ। আর ফাইনালে এই প্রথম মুখোমুখি হচ্ছে জার্মানি ও চিলি। তাই উত্তেজনার রেণু ম্যাচ শুরুর আগেই উড়ছে বাতাসে। আর এই ম্যাচ জিতে নিজেদের আরও এগিয়ে রাখার কথা জানিয়েছেন চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ‘চিলি প্রমাণ করেছে তারা বর্তমানে বিশ্বের সেরা দল। কনফেডারেশন্স কাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে ওই মর্যাদা বজায় রেখেই আগামী বছর বিশ্বকাপে অংশ নিতে চাই।’

আর্জেন্টিনাকে ২০১৫ ও ২০১৬ সালে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা দল ছিল চিলি। এবার ফাইনালে তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জয়ের দিকে তাকিয়ে তারা। গত বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা চিলি তারুণ্য নির্ভর জার্মানকে হারিয়ে প্রমাণ করতে চায় তারাই বিশ্ব সেরা। ভিদালের কণ্ঠে ছিল তেমন কিছুরই আভাস, ‘আমরা এরই মধ্যে আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে যোগ্যতা প্রমাণ করেছি। ফাইনালে যদি আমরা জিততে পারি তাহলে প্রমাণিত হবে যে আমরাই বিশ্ব সেরা।’

অপরদিকে বৃহস্পতিবার মেক্সিকোকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য অপেক্ষা করছে একই দলের তিন ফুটবলার! তাই চিলিকে বড় বাধাই পার করতে হবে ফাইনালে। সেই ফাইনালে জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন তারকা লিও গোরেতকাও, ‘শিরোপা জিতেই আমরা আমাদের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চাই।’

/এফআইআর/