পাকিস্তানে ‘রোনালদিনহো অ্যান্ড ফ্রেন্ডস’

বিমান থেকে নামছেন রোনালদিনহোআন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পাকিস্তান যথাসাধ্য চেষ্টা করেও তেমন সুফল পাচ্ছে না। এরই মধ্যে ক্রিকেট পাগল দেশটিতে ফুটবলকে জনপ্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়েছে। যার অন্যতম ফসল হিসেবে পাকিস্তানে পা রেখেছেন ব্রাজিলিয়ান ফুটবলের মহাতারকা রোনালদিনহো, তার সঙ্গী আন্তর্জাতিক ফুটবলের আরও ৭ তারকা।

ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো ও রবার্তো কার্লোসসহ ৮ জন আন্তর্জাতিক ফুটবলার শনিবার সকালে পাকিস্তানে পৌঁছান। বিশেষ একটি বিমানে করে তাদের আনা হয়। ইসলামাবাদ বিমানবন্দর ঢেকে ফেলা হয় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হয়। ভিভিআইপি মর্যাদায় তাদের নেওয়া হয় বিমানবন্দর থেকে হোটেলে।

রোনালদিনহোর এ দলটিতে আরও আছেন সাবেক ফরাসি মিডফিল্ডার রবার্ত পিরেস, নিকোলাস আনেলকা, পর্তুগালের লুইস বোয়া মোর্তে, নেদারল্যান্ডসের জর্জ বোয়েটাং, ইংল্যান্ডের ডেভিড জেমস ও ম্যানইউর সাবেক তারকা রায়ান গিগস।

দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে পাকিস্তানে গেছেন রোনালদিনহো, শনিবার করাচিতে হচ্ছে প্রথম ম্যাচ। হকি ক্লাবের মাঠে সিক্স বা সেভেন-এ সাইড ম্যাচে ‘রোনালদিনহো অ্যান্ড ফ্রেন্ডস’ দলের নেতৃত্ব দেবেন ৩৭ বছর বয়সী। দ্বিতীয় ম্যাচটি হবে রবিবার লাহোরে।

দেশটিতে ফুটবলকে এগিয়ে নিতে ডিএইচএ লাহোরে একটি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধনও করবেন রোনালদিনহো ও তার বন্ধুরা। জিও নিউজ, ডন

/এফএইচএম/