নতুন কোচের অধীনে সেরাটা দিতে চান মেসি

জাপানে সংবাদ সম্মেলনের মুখোমুখি মেসিলুই এনরিকের অধ্যায় শেষ, এবার এরনেস্তো ভালভারদের অধীনে নতুন শুরু বার্সেলোনার। আগামী মৌসুম থেকে লিওনেল মেসি ও নেইমারদের নিয়ে কাজ করবেন অ্যাথলেটিক বিলবাও থেকে ন্যু ক্যাম্পে আসা এ কোচ। বিশ্বের অন্যতম সেরা দলটিকে নিয়ে কঠিন চ্যালেঞ্জ তার সামনে। তবে এ চ্যালেঞ্জে নামার আগে মেসি-নেইমারদের আস্থা অর্জন করেছেন বার্সার সাবেক ফরোয়ার্ড। ভালভারদের অধীনে বার্সেলোনা তাদের সেরাটা অর্জন করতে পারবে বিশ্বাস পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর।

নতুন মৌসুমের বড় কিছু করে ফেলার প্রতিশ্রুতি দেননি মেসি। জাপানে বার্সার এক প্রচারণামূলক ইভেন্টে ৩০ বছর বয়সী বলেছেন, ‘আমি সবসময় যেটা বলেছি, ঠিক সেটাই বলছি এবারও। যখন আমি নতুন মৌসুম শুরু করি, তখন স্পষ্ট লক্ষ্য থাকে বার্সেলোনা যেন তাদের সেরাটা খেলতে পারে।’

নতুন মৌসুমের সঙ্গে নতুন কোচ, রোমাঞ্চ জাগছে মেসিদের মনে। ভালভারদের কৌশলের সঙ্গে পরিচিত নয় মানছেন গতবারের শীর্ষ লিগ গোলদাতা। কিন্তু ৫৩ বছর বয়সী কোচের যে ‘নামডাক’ শুনেছেন সেটার যথার্থতা দলকে এগিয়ে নিয়ে যাবে মনে করেন মেসি, ‘ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আমি। আমরা সেরা খেলা খেলতে চাই। সবকিছু হবে নতুন কোচের (ভালভারদে) অধীনে। আমরা তার কাজের ধরন সম্পর্কে জানি না। কিন্তু ভ্যালেন্সিয়া ও বিলবাওয়ে তিনি ভালো করেছেন। আমরা তার খুব ভালো নামডাক শুনেছি। আশা করি নতুন শুরুটা ভালো হবে।’ স্কাইস্পোর্টস, মার্কা

/এফএইচএম/