চ্যাম্পিয়নস লিগে আরও গোল চান হিগুয়েইন

গনসালো হিগুয়েইনট্রফিটা হাতের সামনে পেয়েও ছুঁয়ে দেখা হয়নি। দুর্দান্ত ফুটবলে গোটা মৌসুম দাপট দেখালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাস হার মানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ইউরোপিয়ান ফুটবলে গত মৌসুমের ওই হতশা ঝেরে নতুন উদ্যমে শুরু করতে চান ইতালিয়ান ক্লাবটির স্ট্রাইকার গনসালো হিগুয়েইন। ইউরোপিয়ান ফুটবলে দলের উন্নতির জন্য নিজের পারফরম্যান্সের উন্নতিকে জরুরি মনে করছেন আর্জেন্টাইন এই তারকা। আর তার জন্য আরও বেশি করে গোল চাইছেন চ্যাম্পিয়নস লিগে।

ঘরোয়া লিগে হিগুয়েইন গোল বন্যায় ভাসান প্রতিপক্ষদের। রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলি কিংবা এখনকার জুভেন্টাসের জার্সিতেও তিনি দুর্দান্ত ঘরোয়া ফুটবলে। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতা এলেই কেন জানি নিজের ছায়ায় বন্দি হয়ে পড়েন তিনি। চ্যাম্পিয়নস লিগে তার গোল সংখ্যাই বলে দেয় কতটা কঠিন সময় পার করতে হয়েছে তাকে। রিয়াল মাদ্রিদ, নাপোলি ও জুভেন্টাসের জার্সিতে ইউরোপের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে হিগুয়েইনের গোল মাত্র ১৮! সবশেষ মৌসুমে জুভদের হয়ে করেছিলেন ৫ গোল, যে মৌসুমের ফাইনালে জিনেদিন জিদানের রিয়ালের বিপক্ষে ৪-১ গোলে হারে শিরোপা হারায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

দলের প্রধান স্ট্রাইকারের গোল না পাওয়াটা ফাইনালে ভুগিয়েছিল জুভেন্টাসকে। দলটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি তাই ইউরোপিয়ান প্রতিযোগিতায় হিগুয়েইনের গোল পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন। হিগুয়েইন নিজেও মানছেন তা, ‘অ্যালেগ্রি বলেছেন চ্যাম্পিয়নস লিগে আমার আরও গোল করা দরকার? তিনি ঠিকই বলেছেন।’

নতুন মৌসুমে তাই আরও বেশি গোল করার লক্ষ্য নিয়ে নামছেন তিনি। একই সঙ্গে অতীতের হতাশাও মুছে ফেলছেন মন থেকে, ‘আমরা এখন নতুন বছর নিয়ে ভাবছি, যেটা আরও কঠিন ও লম্বা হতে যাচ্ছে। আমরা সবাই অনুপ্রাণিত এবং গত মৌসুমের ব্যর্থতা মুছতে চাই।’ সঙ্গে যোগ করলেন, ‘আমি সবসময় জিততে ও গোল করতে চাই। সেটা এমনকি গত বছর চ্যাম্পিয়নস লিগ জিতলেও চাহিদাটা কমতো না।’ গোল ডটকম

/কেআর/