ম্যানসিটির কাছে পাত্তা পেল না রিয়াল

স্টোনসের গোল উদযাপননতুন মৌসুমের প্রস্তুতি মোটেও ভালো হচ্ছে না রিয়াল মাদ্রিদের। প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে লা লিগার চ্যাম্পিয়নরা। গত রবিবার পেনাল্টি শুট আউটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরেছিল জিনেদিন জিদানের শিষ্যরা। বুধবার আরেক ম্যানচেস্টার ক্লাব উড়িয়ে দিয়েছে তাদের। ৪-১ গোলে রিয়ালকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

সাবেক ক্লাবের বিপক্ষে এদিন ম্যানসিটিতে অভিষেক হয়েছে দানিলোর। ব্রাজিলিয়ান ডিফেন্ডার রক্ষণভাগের বাম দিকে দাঁড়িয়ে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। আর আক্রমণভাগে দৃষ্টি কেড়েছেন কেভিন ডি ব্রুইন। গোল করতে না পারলেও প্রথম তিন গোলেই অবদান এ অ্যাটাকিং মিডফিল্ডারের।

অবশ্য লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলিসিয়ামে দুই দলের কেউ প্রথম ৪৫ মিনিটে গোলের মুখ দেখেনি। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় সিটিজেনরা। ডি ব্রুইনের কর্নার থেকে নিকোলাস ওতামেন্দি ১-০ করেন। এর পর রহিম স্টারলিং ও জন স্টোনসকে গোল বানিয়ে দেন বেলজিয়ান তারকা। জয় সুনিশ্চিত হয় বেঞ্চ থেকে মাঠে নামা ব্রাহিম দিয়াজের গোলে। শেষ মুহূর্তে অস্কার রদ্রিগেস রিয়ালের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন।

প্রথমার্ধ তুলনামূলকভাবে এগিয়ে ছিল রিয়াল। গ্যারেথ বেলের শট অনেক উঁচু দিয়ে চলে যায় মাঠের বাইরে। ইসকোকে রুখে দেন সিটি গোলরক্ষক এডারসন। প্রথমার্ধের মাঝামাঝিতে আক্রমণে মন দেয় ম্যানসিটি। কেইলর নাভাসের প্রতিরোধে সফল হতে পারেনি তারা। ২৩ মিনিটে সের্হিয়ো আগুয়েরো বল দেন গ্যাব্রিয়েল হেসুসকে, ব্রাজিলিয়ানের নিচু শট পা দিয়ে ঠেকান নাভাস। দুই মিনিট পর কোস্টা রিকার গোলরক্ষকের প্রতিরোধ ছিল চোখে পড়ার মতো। আগুয়েরো বেশ জায়গা পেলেও তার শক্তিশালী শট প্রতিহত হয় নাভাসের কাছে।

দলের গোলরক্ষকের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে সুযোগ তৈরি করে রিয়াল। ২৮ মিনিটে কাসেমিরো গোল পেয়েই যেতেন। ইসকোর ক্রস থেকে তার হেড পোস্টে লাগলে সেটা আর হয়নি। এডারসন ঠেকিয়ে দেন করিম বেনজিমাকে। লুকা মোডরিচ ও বেনজিমা সম্মিলিত চেষ্টায় ম্যানসিটির গোলমুখে পৌঁছান। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের জন্য ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ড। ম্যানসিটির এলোমেলো রক্ষণভাগের কারণে তৈরি হওয়া দারুণ সুযোগ নষ্ট করেন দানি কারভাহাল। কিন্তু ৫২ মিনিটে সেট পিচ থেকে এগিয়ে যায় সিটি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রিমিয়ার লিগ ক্লাবকে। ম্যানইউর বিপক্ষে ২-০ গোলে হারের পর প্রাক-মৌসুমের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পায় ম্যানসিটি। গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/