আবাহনীর রোমাঞ্চকর জয়ে শুরু ফুটবল লিগ

আবাহনী-সাইফ স্পোর্টিং ম্যাচের একটি মুহূর্তশুরুর দিনেই উত্তেজনা ছড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৭ সালের আসর। চ্যাম্পিয়ন আবাহনীর দুই গোলে এগিয়ে যাওয়া এবং নতুন দল হিসেবে প্রথমবার প্রিমিয়ার লিগে নামা সাইফ স্পোর্টিং ক্লাবের সমতা ফেরানোর দৃশ্যে রোমাঞ্চকর এক ম্যাচ মঞ্চায়িত হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শুক্রবার উত্তেজনাকর এই দ্বৈরথে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগের নাটকীয়তায় ঐতিহ্যবাহী ক্লাবটি ৩-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে।

এমেকা ডার্লিংটনের জোড়া লক্ষ্যভেদে শুরুতেই ২-০ গোলের লিড নেয় আবাহনী। তবে বিরতির আগে ও পরের দুই গোলে সাইফ স্পোর্টিং ফেরে সমতায়। কিন্তু নাসিরউদ্দিনের দুর্দান্ত গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনীই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম গোল ডার্লিংটনের। নাইজেরিয়ান ফরোয়ার্ডের ২১ মিনিটের লক্ষ্যভেদে এগিয়ে যায় আবাহনী। ওয়ালি ফয়সালের বাড়ানো ক্রস চমৎকার হেডে বল জালে জড়ান ডার্লিংটন। মিনিট সাতেক পর আবারও আবাহনীর গোলোৎসব। এবারও স্কোরার সেই ডার্লিংটন, পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই নাইজেরিয়ান। নিজেদের বক্সের ভেতর সাইফ স্পোর্টিংয়ের এক খেলোয়াড় সাদউদ্দিনকে ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে গোল করতে কোনও সমস্যাই হয়নি ডার্লিংটনের।

শুরুর জোড়া ধাক্কায় অবশ্য ভেঙে পড়েনি প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে নামা সাইফ স্পোর্টিং। প্রথমার্ধের যোগ করা সময়ে তারা খেলায় ফেরে তপু বর্মনের লক্ষ্যভেদ। আবাহনীর সাবেক এই ডিফেন্ডার চমৎকার হেডে স্কোরলাইন করে ২-১। বিরতি থেকে ঘুরে এসেই আবার গোল সাইফ স্পোর্টিংয়ের। বদলি হিসেবে নামা জুয়েল রানার হেড থেকে সমতায় ফেরে দলটি।

পিছিয়ে পড়ে দুই গোল শোধ করে সাইফ স্পোর্টিং জমিয়ে দেয় ম্যাচ। উত্তেজনা ছড়ানো ম্যাচটি আরও নাটক জমিয়ে রেখেছিল শেষ দৃশ্যে। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচ ছোঁ মেরে নিজেদের দখলে নিয়ে যায় আবাহনী শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগে! নাসিরউদ্দিন অসাধারণ এক হেড থেকে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়নদের। রায়হান হাসানের লম্বা থ্রো মাথা ছুঁইয়ে জালে জড়ান এই ফরোয়ার্ড। তাতে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় দিয়ে লিগের নতুন মৌসুম শুরু করে আবাহনী।

/কেআর/