পুরো রিলিজ ক্লস না পেলে নেইমারকে ছাড়বে না বার্সা

5dacd54343ad38d05634d1fc14b91986-5982ae4dc13aaন্যু ক্যাম্পে এসে বুধবার মেসি-সুয়ারেসদের বিদায় বলেছেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেইয়ে তার আনুষ্ঠানিক চুক্তি কয়েকদিন পরই। তবে বার্সেলোনা তাদের সিদ্ধান্তে অনড়- পুরো রিলিজ ক্লস এককালীন তাদের হাতে দিতে হবে। ২২২ মিলিয়ন ইউরো না দিলে নেইমারকে ছাড়বে না কাতালান জায়ান্টরা।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার ও তার বাবা তাদের বিদায়ের খবর জানিয়ে দিয়েছে। এখন আর্থিক লেনদেন শুধু বাকি। স্প্যানিশ ক্লাব জানায়, ‘তার অবস্থান আমরা জেনেছি। ক্লাব তাদের জানিয়েছে অবশ্যই রিলিজ ক্লসের পুরোটা দিতে হবে। ১ জুলাই থেকে এটা ২২২ মিলিয়ন ইউরো হয়েছে।’

কর অন্তর্ভুক্ত করলে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো পাবে বার্সা। যদিও পিএসজি দরদাম করে কমানোসহ খেলোয়াড় বিনিময় করতে চায়। কিন্তু বার্সা তাদের অবস্থান থেকে সরছে না।

অবশ্য নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেইরোর বিশ্বাস, কোনও ঝামেলা হবে না। পিএসজির সঙ্গে আলাপ করতে এখন রিবেইরো প্যারিসে। বুধবার তিনি বলেছেন, ‘পিএসজি রিলিজ ক্লস দেবে এবং এ সপ্তাহে নেইমারকে প্যারিসে হাজির করা হবে।’ মার্কা

/এফএইচএম/