অবশেষে পিএসজিতে নেইমার

নেইমার এখন পিএসজিরশেষ হলো সব নাটক। অনেক গুঞ্জন, অনেক আলোচনার স্রোত বইয়ে অবশেষে নেইমার যোগ দিলেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাবটিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র খবর, পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন নেইমার।

বৃহস্পতিবার দিনভর চলেছে নাটক। নেইমারের আইনজীবি বার্সেলোনার বাইআউট ক্লজের টাকা জমা দেওয়ার জন্য লা লিগার অফিসে গেলেও তা প্রত্যাখ্যান করে দেয় সংস্থাটি। তাতে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের দলবদল ঝুলে গেলেও ‘বিবিসি’ নিশ্চিত করেছে সব বাধা কাটিয়ে নেইমারকে দলে টেনে নিয়েছে প্যারিসের ক্লাবটি। যাতে দলবদলের ইতিহাস গড়েছে পিএসজি। ব্রাজিলিয়ান তারকাকে অবিশ্বাস্য ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনে গড়েছে তারা বিশ্বরেকর্ড। জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড যে রেকর্ড গড়েছিল, সেটা ভেঙে নতুন এক ইতিহাস গড়ল পিএসজি।

শুধু দলবদলের টাকা নয়, বেতনের দিক থেকেও নেইমারকে দুহাত ভরে দিচ্ছে ফরাসি ক্লাবটি। ‘বিবিসি’র দাবি, পাঁচ বছরের চুক্তিতে নেইমার বছরে আয় করবেন ৪৫ মিলিয়ন ইউরো। কর ছাড়া সপ্তাহে পাবেন ৮ লাখ ৬৫ হাজার ইউরো বেতন। সবমিলিয়ে নেইমারের পেছনে পিএসজিকে খরচ করতে হচ্ছে প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। গত চার বছরে ইউরোপিয়ান ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছিন তিনি ন্যু ক্যাম্পে। সামনের মৌসুমেও হয়তো অপেক্ষা করছিল আরও। কিন্তু নেইমার নিতে চাইলেন অন্য চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ নিতে ব্রাজিলিয়ান তারকা বেছে নিলেন পিএসজিকে। চার বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। বিবিসি

/কেআর/