পিএসজির প্রথম ম্যাচে নেই নেইমার

নেইমাররেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ত জার্মেইর হয়েছেন নেইমার। গত শুক্রবার পার্ক ডি প্রিন্সেসে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। শনিবার পিএসজির প্রথম ম্যাচে খেলতে আশাবাদী ছিলেন তিনি। কিন্তু নতুন ক্লাবের প্রথম ম্যাচে তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। কারণ তিনি এখনও আনুষ্ঠানিকভাবে পিএসজির নিবন্ধিত খেলোয়াড় হননি। শনিবার লিগ ওয়ানে এমিয়ের বিপক্ষে তাকে দেখতে পাবে না ভক্তরা।

শীর্ষস্থানীয় কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, এখনও স্প্যানিশ ফেডারেশনের কাছ থেকে সাবেক বার্সা তারকার আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট পায়নি ফ্রান্সের ফুটবল প্রশাসন। শুক্রবারের মধ্যে এটি তাদের হাতে পৌঁছাতে হতো।

যদি স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে তারা সার্টিফিকেট হাতে পেত, তাহলে ২৫ বছর বয়সী তারকা আনুষ্ঠানিকভাবে পিএসজির নিবন্ধিত খেলোয়াড় হতেন। শনিবারই নতুন ক্লাবে অভিষেক হতো তার।

অবশ্য খেলতে না পারলেও পার্ক ডি প্রিন্সেসে দর্শকদের সামনে হাজির হবেন নেইমার। সব ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট গুইনগাম্পের মাঠে ব্রাজিলিয়ানকে দেখা যাবে পিএসজির জার্সিতে। ইএসপিএনএফসি, গোল

/এফএইচএম/