পিএসজিতে আজ নেইমারের অভিষেক

নেইমারপ্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে ঘরের মাঠে অভিষেকের আশা করেছিলেন নেইমার। কিন্তু কাগজপত্রের ঝামেলায় সেটা হয়নি। অবশেষে গুইনগাম্পের মাঠে প্রথমবার নতুন ক্লাব জার্সি গায়ে দেবেন ব্রাজিলিয়ান। রোদোরো স্টেডিয়ামের ১৮ হাজার ২৫০ জন দর্শক সরাসরি নেইমারের লিগ ওয়ান অভিষেক দেখতে পাবে রবিবার। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

বার্সেলোনার কাছ থেকে সনদপত্র পাওয়ার পর পিএসজিকে সবুজ সংকেত দেখিয়েছে ফ্রেঞ্চ লিগ। গুইনগাম্পের বিপক্ষে নেইমারকে রেখে দল ঘোষণা করেছেন কোচ উনাই এমেরি।

ফরাসি লিগ কর্তৃপক্ষ নেইমারকে নিয়ে এক বিবৃতি দিয়েছে, ‘নেইমারের চুক্তি অনুমোদন হয়েছে। সে রবিবার খেলতে পারবে।’ আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট হাতে না পাওয়ায় এমিয়েঁর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি ২৫ বছর বয়সী তারকা।

নেইমারের অভিষেক দেখতে উদগ্রীব এমেরি। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘তাকে আমরা দ্রুত খেলায় দেখতে চাই। তাকে আমাদের দরকার।’

শক্তি আর ঐতিহ্যে পিএসজি ও গুইনগাম্পের ব্যবধান আকাশ পাতাল। যেখানে গত পাঁচ মৌসুমে ৬৮৪ মিলিয়ন ইউরো খরচ করেছে প্যারিসের ক্লাব, সেখানে গুইনগাম্পের খরচ ৫.৬ মিলিয়ন। ফ্রান্সের শীর্ষ লিগের ৪৫ মৌসুমে পিএসজির হাতে উঠেছে ৩৩ শিরোপা, আর প্রতিপক্ষের ৩টি। মার্কা, ইএসপিএনএফসি

/এফএইচএম/