রোনালদোর নিষেধাজ্ঞার সমালোচনা করে জরিমানার মুখে জিদান

জিনেদিন জিদান‘শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে’- মন্তব্য করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান সমালোচনা করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোর পাওয়া শাস্তির। নিষেধাজ্ঞা নিয়ে কথা বলে রিয়াল মাদ্রিদ কোচ এখন নিজেই পড়ছেন শাস্তির মুখে! ডিসিপ্লিনারি কমিটির সমালোচনা করায় জিদানকে জরিমানা করা হতে পারে বলে ‘মার্কা’কে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। ক্ষুব্ধ রিয়াল তারকা মাঠ ছাড়ার আগে ধাক্কা মারেন রেফারিকে। মাঠে ‘আচরণবিধি লঙ্ঘণ’ করার শাস্তি হিসেবে রোনালদোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ওই শাস্তির বিষয়ে কথা বলতে গিয়ে জিদান সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তিটা অনেক বেশি...অবশ্যই কোনও ভুল হয়েছে।’

ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের দিকে আঙুল তোলায় জিদান এখন পড়েছেন শাস্তির মুখে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে নিশ্চিত করেছেন, ‘তার (জিদানের) করা মন্তব্যটি নিয়ে কাজ চলছে এখন, যাতে জরিমানার সামনে পড়তে পারেন তিনি।’

জিদানই প্রথম নন, এর আগে একই অপরাধে অতীতে শাস্তি পেয়েছেন জেরার্দ পিকে ও হোসে মরিনহো। মার্কা

/কেআর/