ছোটদের সাফ সেমিফাইনালে বাংলাদেশ

অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রাআগামী মঙ্গলবার গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে। গত শুক্রবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এ ম্যাচ ঘিরে তাই কঠোর অনুশীলন করেছে পারভেজ বাবুর শিষ্যরা। রবিবার জিমে ও মাঠে ব্যস্ত সময় পার করেছে ছোটদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রত্যাশায় নেপাল যাওয়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দল। কিন্তু দিন শেষ হওয়ার আগে সুখবর পেয়েছে তারা। ভুটানের বিপক্ষে না খেলেও সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

বাংলাদেশের সেমিফাইনাল যাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছে ভুটানের জয়। তাদের বিপক্ষে ৬-০ গোলে হেরে গেছে শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ থেকে ছিটকেও গেছে লঙ্কানরা। আর বাংলাদেশের সঙ্গে শেষ চারে উঠে গেছে ভুটান।

তাই বলে মঙ্গলবার ভুটান-বাংলাদেশের ম্যাচ কিন্তু আনুষ্ঠানিকতা রক্ষার নয়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে তারা। অবশ্য ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্ব পেতে হলে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

/এফএইচএম/