পিএসজি-চেলসির গোলোৎসব, জিতেছে ম্যানইউ-বায়ার্ন

গোলের পর নেইমার-কাভানি-এমবাপ্পের উদযাপনবিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ আবার জ্বলে উঠল। তাতে প্যারিস সেন্ত জার্মেই করেছে গোলোৎসব। নেইমার, কাইলিয়ান এমবাপ্পে ও এদিনসন কাভানির দাপটে সেল্টিকের মাঠ থেকে ফরাসি ক্লাবটি ফিরেছে ৫-০ গোলের জয় নিয়ে। তাদের চেয়েও বড় ব্যবধানে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কারাবাগকে।

সহজ জয় পেয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এফসি বাসেলের বিপক্ষে তাদের জয় ৩-০ গোলে। একই ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ, আলিয়েঞ্জ অ্যারেনায় তারা হারিয়েছে অ্যান্ডারলেখটকে। তবে ড্র করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ, এএস রোমার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে স্প্যানিশ ক্লাবটি গোলশূন্যভাবে।

সেল্টিক পার্কে আক্ষরিক অর্থে স্বাগতিকদের নিয়ে খেলেছে পিএসজি। ১৯ মিনিটে ফরাসি ক্লাবটির গোলোৎসব শুরু করেন নেইমার। ৩৪ মিনিটে স্কোরশিটে নাম তোলেন এমবাপ্পে। আর ৪০ মিনিটে পেনাল্টি থেকে কাভানি লক্ষ্যভেদ করলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর লাস্টিগের আত্মঘাতী গোলের পর কাভা জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।