‘মেসির সঙ্গে এমনটা করতে পারতো না নেইমার’

নেইমার-কাভানিকে নিয়ে আলোচনা চলছেইপেনাল্টি কিক নিয়ে নেইমার ও এদিনসন কাভানির মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব মেটাতে প্যারিস সেন্ত জার্মেইয়ের সভাপতিকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। নাসের আল খেলাইফি আলোচনা করে নাকি ঠিক করে দিয়েছেন ঝামেলা। যদিও ফুটবল বিশ্বে এখনও পিএসজির দুই তারকা খেলোয়াড়ের তর্ক নিয়ে চলছে আলোচনা। যেখানে নেইমারের সমালোচনাই হচ্ছে বেশি। ডিয়েগো ফোরলানও কথার তীর ছুড়লেন ব্রাজিলিয়ান তারকার দিকে। কাভানির সঙ্গে যেটা করেছেন নেইমার, সেটা লিওনেল মেসি হলে নেইমার করতে পারতেন না বলে দাবি সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ডের।

জাতীয় দল উরুগুয়েতে একসঙ্গে খেলেছেন ফোরলান ও কাভানি। সাবেক সতীর্থকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে তিনি পাশে থাকবেন, সেটাই স্বাভাবিক। নেইমারকে এককথায় ধুয়ে দিয়েছেন ফোরলান। কাভানিকে সম্মান জানানো উচিত ছিল মন্তব্য করে অ্যাতলেতিকো মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘(কাভানি) সম্মানের দাবিদার। বছরের পর বছর ধরে ও গোল করে যাচ্ছে ও পেনাল্টি নিয়ে যাচ্ছে। এই জায়গার সম্মান দেখানো দরকার ছিল।’

যদিও নেইমার সেটা করেননি। অলিম্পিক লিওঁর বিপক্ষে পিএসজির পাওয়া পেনাল্টি নিতে গিয়েছিলেন কাভানি। নেইমার নিজেও নিতে চাইলে দ্বন্দ্ব তৈরি হয় দুই সতীর্থের। অবশ্য মেসি হলে নেইমার এমনটা করতে পারতেন না বলে মন্তব্য ফোরলানের, ‘মেসির সঙ্গে এমনটা করতে পারতো না নেইমার। ও চাইনি কাভানি পেনাল্টিটা নিক। কাভানির সঙ্গে শিশুর মতো আচরণ করেছে নেইমার।’ মার্কা