‘রিয়ালের বিপক্ষে ফেভারিট ডর্টমুন্ড’

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রোনালদোলা লিগায় মোটেও ভালো জায়গায় নেই রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগের সবশেষ ম্যাচে জয় পেলেও দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। এই পরিস্থিতিতে রিয়াল চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড। সিগনাল ইডুনা পার্কে রিয়ালের অতীত ইতিহাস ও বর্তমান পারফরম্যান্স বিবেচনা করে লোথার ম্যাথাউস এগিয়ে রাখছেন ডর্টমুন্ডকে। দলীয় সমন্বয় ও পারফরম্যান্সে বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়কের চোখে ফেভারিট স্বাগতিকরা।

ডর্টমুন্ড-রিয়ালের ম্যাচ নিয়ে ‘স্কাই স্পোর্টস’-এ কলাম লিখেছেন ম্যাথাউস। যেখানে রিয়ালের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন জার্মান কিংবদন্তি এভাবে, ‘বর্তমান চ্যাম্পিয়নরা (রিয়াল) লা লিগায় কঠিন সময় পার করছে। ৬ ম্যাচ শেষে ইতিমধ্যে তারা ৭ পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনার চেয়ে। সপ্তাহান্তে আলাভেসের বিপক্ষেও পেয়েছে ঘাম ঝরানো জয়।’

রিয়ালের এই অবস্থা দেখেই ডর্টমুন্ডকে ফেভারিট ভাবছেন ম্যাথাউস। কারণও আছে। জার্মান ক্লাবটির মাঠ সিগনাল ইডুনা পার্ক থেকে ইউরোপিয়ান টুর্নামেন্টের কোনও ম্যাচে জিতে ফিরতে পারেনি রিয়াল। তাছাড়া গত মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচেও মাদ্রিদের ক্লাবটির কঠিন পরীক্ষা নিয়েছিল জার্মান ক্লাবটি। হোম ও অ্যাওয়ে- দুই লেগেই ড্র করেছিল তারা ২-২ গোলে। অতীত এই ইতিহাস টেনে ম্যাথাউসের বক্তব্য, ‘আমার কাছে মনে হয় এই ম্যাচে ডর্টমুন্ড কিছুটা ফেভারিট, কারণ রিয়ালের বিপক্ষে তাদের ইতিহাস খুব ভালো।’ দলীয় সমন্বয়ের বিষয়টিও তুলে ধরেছেন সাবেক জার্মান মিডফিল্ডার, ‘ওদের (ডর্টমুন্ড) স্কোয়াডও ভালো। কোচ, দল ও ম্যানেজমেন্টের বোঝাপড়াটাও দারুণ। যদিও তারা উসমান দেম্বেলেকে হারিয়েছে।’ মার্কা