ইউরোপা লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

আরেকটি গোলের পর উল্লাসে মেতেছে আর্সেনালথিও ওয়ালকটের জোড়া গোলের পর অলিভার জিরোদের আর্সেনালের জার্সিতে শততম গোল। দুই তারকার নৈপুণ্যে ইউরোপা লিগে বাটে বরিসোভের বিপক্ষে বৃহস্পতিবার আর্সেনালের ইউরোপা লিগে জয় এসেছে ৪-২ গোলে। আগের ম্যাচে কোলনের বিপক্ষে জিতেছিল গানাররা। টানা দুই জয়ে ‘এইচ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

১০ মিনিটে ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২০ মিনিটে মিরকো ইভানিচের শট গোলপোস্টের পাশ দিয়ে চলে গেলে সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা। বরং পরের ৫ মিনিটেই আরও দুই গোলে পিছিয়ে পড়ে বরিসোভ। ২২ মিনিটে ওয়ালকট ও ২৫ মিনিটে রব হোল্ডিং করেন গোল দুটি। ইভানিচ আধঘণ্টার মাথায় অতিথিদের একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু বিরতি থেকে ফিরে আর্সেনালের চতুর্থ গোলের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালে নিজের শততম গোল করেন জিরোদ। মিখাইল গর্দেচুক ৬৭ মিনিটে বরিসোভের ব্যবধান কমান।

শততম গোলের পর জিরোদের উদযাপনগ্রুপের অন্য ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে সমতা ফেরাতে পারেনি কোলনে। তারা হেরেছে ১-০ গোলে। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেলগ্রেড।

এদিকে ১০ জনের আপোলোন লিমাসোলের কাছে ধরা খেয়েছে এভারটন। গুডিসন পার্কে ২-২ গোলে ড্র করেছে তারা। মাত্র ১ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শেষ দল তারা। আগের ম্যাচে এভারটনকে হারানো আটলান্টা ১-১ গোলে লিওঁর মাঠে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।

নাইস টানা দ্বিতীয় জয় পেয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে। ভিতেসে আরনহেমকে ৩-০ গোলে হারিয়েছে তারা। লাৎসিও ২-০ গোলে জুলতে-ওয়ারেজেমকে হারিয়ে সমান ৬ পয়েন্টে দুইয়ে।

‘আই’ গ্রুপে মার্সেই ইউরোপা লিগে ছয় ম্যাচ পর হেরে গেলো। সলসবার্গে ১-০ গোলে তারা হেরেছে আরবি সলসবুর্গের কাছে। গ্রুপের অন্য ম্যাচে গুইমারায়েসকে ২-১ গোলে হারিয়েছে কোনিয়াস্পোরকে।

রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে নিজ মাঠে হারিয়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গ। ‘এল’ গ্রুপে সবার উপরে তারা। ভারদারকে গ্রুপের অন্য ম্যাচে সমান গোলে হারিয়েছে রসেনবোর্গ।

জয়সূচক গোলের পর মিলানের উদযাপন‘ডি’ গ্রুপে বড় ধাক্কা খেতে বসেছিল এসি মিলান। ২-০ গোলে তারা সান সিরোতে এগিয়ে গেলেও প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান চ্যাম্পিয়ন এইচএনকে রিজেকা সমতা ফেরায়। অবশ্য ইনজুরি সময়ে গোল করে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় মিলান। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

এফসি জোরিয়া লুহানস্ক ১-০ গোলে হারিয়ে দিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। জার্মান দল হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে ওস্তারসান্দস এফকে।

মাক্কাবি তেল-আবিবের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষে ভিয়ারিয়াল। তাদের সমান চার পয়েন্ট নিতে আস্তানার মাঠে ১-১ গোলে ড্র করেছে স্লাভিয়া প্রাগ।

ম্যানুয়েল ফার্নান্দেসের হ্যাটট্রিকে লোকোমোতিভ মস্কো ৩-০ গোলে জ্লিনকে হারিয়ে ‘এফ’ গ্রুপের এক নম্বরে। শেরিফ তিরাস্পোল ও এফসি কোপেনহেগেন করেছে গোলশূন্য ড্র।

স্টুয়া বুখারেস্ট ২-১ গোলে হারিয়েছে এফসি লুগানোকে। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে হাপোয়েল বি’য়ার ৩-১ গোলে হেরেছে ভিক্টোরিয়ার কাছে।

‘সি’ গ্রুপে ইস্তান্বুল বাসাকসেহিরকে ২-১ গোলে হারায় স্পোর্তিং ব্রাগা। একই ব্যবধানে হফেনহেইমকে হারিয়েছে লুদোগোরেৎস রাজগ্রাদ। ডায়নামো কিয়েভ ৩-২ গোলে পার্টিজানকে হারায় ‘বি’ গ্রুপের ম্যাচে । ইয়ং বয়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্কেনদারবিউ।