অবসরের ঘোষণা দিলেন পিরলো

আন্দ্রে পিরলো২০১৮ সাল থেকে ফুটবলের সাবেক খেলোয়াড় হয়ে যাবেন আন্দ্রে পিরলো। ইতালির এই লিজেন্ড পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরে নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর খেলোয়াড়ি ক্যারিয়ার থেকে অবসর নেবেন তিনি।

ফুটবল ক্যারিয়ারে ৩৮ বছর বয়সী এই তারকা এসি মিলান ও ‍জুভেন্তাসে ছয়টি সিরি এ ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্লাব পর্যায়ে। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ে ইতালির জার্সিতে ছিল গুরুত্বপূর্ণ অবদান। ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর যোগ দেন মেজর সকার লিগের ক্লাবে।

অবশ্য আমেরিকান ফুটবলে অবদান তেমন একটা রাখতে পারেননি এই মিডফিল্ডার। এই মৌসুমে ৩২ ম্যাচের মাত্র ১৫টি খেলেছেন। সবকিছু ভেবে আগামী ৩১ ডিসেম্বরের পর আর ফুটবলার না থাকার সিদ্ধান্ত নিয়েছেন পিরলো, ‘সময় হয়ে গেছে এই উপলব্ধি একটা ‍মুহূর্তে মনে আসতে থাকে। প্রতিদিন শারীরিক সমস্যায় পড়তে কে চায়, ভালোভাবে অনুশীলন না করার আফসোস থাকে। আমার বয়সে এটা যথেষ্ট হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত যাওয়ার কোনও কারণ নেই। আমি অন্যকিছু করব। ৩৮ বছর বয়সে এসে তরুণদের জায়গা করে দিতে হবে। আমি রাগ করে এই সিদ্ধান্ত নেইনি। বরং আমি সতীর্থ ও কোচদের দিকে হাত বাড়িয়ে দিতে চাই।’ গোল ডটকম