‘মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপে চায় না ম্যারাডোনা ভক্তরা’

লিওনেল মেসিলিওনেল মেসিকে অনেকেই ডিয়েগো ম্যারাডোনার পর্যায়ে দেখেন। এনিয়ে দ্বিমত পোষণ করা লোকের সংখ্যাও কম নয়। তারাই চায় মেসির আর্জেন্টিনা বিশ্বকাপে না উঠুক, এমন দাবি ১৯৭৮ সালের বিশ্বকাপ জেতা সাবেক ফরোয়ার্ড মারিও কেম্পেসের।

মঙ্গলবার কুইতোতে ইকুয়েডরের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বের শেষ ম্যাচটি তাদের জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। হোর্হে সাম্পাওলির দল বর্তমানে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।

কেম্পেসের মতে, রাশিয়া বিশ্বকাপে মেসিকে না দেখা গেলে সেটা হবে ‘বিপর্যয়’। সাবেক এ আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিশ্বাস, এতে করে ম্যারাডোনার পর্যায়ে মেসি যে কখনও পৌঁছাতে পারেননি সেই দাবি আরও জোরালো হবে। সুপার দেপোর্তিভো রেদিও দি সান্তা ফে’কে কেম্পেস বলেছেন, ‘আর্জেন্টিনা ও মেসিকে ছাড়া বিশ্বকাপ হবে বিপর্যয়। মেসি বিশ্বকাপে যেতে না পারলে কেবল তারাই খুশি হবে যারা ম্যারাডোনা ভক্ত। কারণ তারা বলতে পারবে যে, সেই সেরা।’

আর্জেন্টিনার বর্তমান দলে মানসিক সমস্যা থাকার দাবি প্রত্যাখ্যান করছেন কেম্পেস। তিনি বলেছেন, ‘সমস্যা মানসিক, আমি এমন কথার কোনও মানে খুঁজে পাই না। ছেলেদের অভিজ্ঞতা নেই এবং প্রথমবার তারা দলে এসেছে, এমনটা হলে বিশ্বাস করতাম মানসিক সমস্যা আছে। কিন্তু সেই সমস্যা একদমই নেই।’ গোল ডটকম