পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল শুরু

পঞ্চগড় গোল্ডকাপের উদ্বোধনপঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল। শনিবার বিকেলে খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়।

তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ উদ্বোধনী খেলায় বগুড়া শহীদ তারেক সংঘ ৪-৩ গোলে নওগাঁ জেলা একাদশকে হারায়। উপমন্ত্রী আরিফ খান জয় মাঠে নামার পরপর শক্তি পায় নওগাঁ। পুরো মাঠের দর্শকদের শোরগোল ওঠে। অবশ্য উপমন্ত্রী ২০ মিনিট খেললেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় নওগাঁ জেলা দলকে।

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১২ টি দল অংশ নিয়েছে এবং আগামী ২৮ অক্টোবর ফাইনাল হবে জানিয়েছেন আয়োজকরা।

আগামীকাল রবিবার দিনাজপুরের মানু স্মৃতি ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা দল মুখোমুখি হবে।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে- নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি, নাটোরের গোপালপুর খেলোয়াড় কল্যাণ সংস্থা, সিরাজগঞ্জ জেলার মাসুমপুর ক্রীড়া চক্র, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, পাবনা জেলার ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি, রংপুরের স্যান্টোস স্পোর্টিং ক্লাব ও পঞ্চগড় জেলা পরিষদ।