রাশিয়া বিশ্বকাপে ত্রাস ছড়াতে মেসির রক্তাক্ত ছবি

মেসির রক্তাক্ত ছবির পোস্টারইউরোপে গত কয়েক বছর ধরে চলা আইএসের নারকীয় সব হত্যাযজ্ঞের প্রতিবাদে সিরিয়ায় চলছে আমেরিকা ও রাশিয়ার সামরিক অভিযান। এই জঙ্গিগোষ্ঠীও হুমকি দিয়ে চলেছে বিশ্বের এই দুই পরাশক্তির বিরুদ্ধে। যার সর্বশেষটা এলো রাশিয়া বিশ্বকাপ লণ্ডভণ্ড করে দেওয়ার পরিকল্পনা প্রকাশ করে। ফুটবল ভক্তদের হুমকি দিতে আইএস ব্যবহার করেছে বিশ্ব সেরা লিওনেল মেসির রক্তাক্ত পোস্টার। আইএসের খবরগুলো বহির্বিশ্বের সামনে আনা সাইট ইন্টারন্যাশনাল গ্রুপ এই ‘বিকৃতমনা’ ছবি সবার নজরে এনেছে।

রাশিয়া বিশ্বকাপের আগে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সরাসরি হুমকি দিলো সন্ত্রাসী সংগঠনটি।

বিশ্বকাপ লোগোর পাশে জঙ্গির এই ছবিও দিয়েছে আইএসরাশিয়ায় আগামী বিশ্বকাপ নিয়ে আয়োজক ও ভক্তদের মনে ভয় ধরিয়ে দিতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে আইএসপন্থি সন্ত্রাসবাদ সংগঠন ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন। তাদের এক ছবিতে দেখা গেছে, কারাগারে আটকা আছেন মেসি। আর তার বাঁ চোখ বেয়ে পড়ছে রক্ত। পোস্টারের নিচে বড় করে লাল অক্ষরে লেখা ‘শুধুই সন্ত্রাস’। হুমকিকে আরও প্রতিষ্ঠিত করতে মেসির মুখের ডানপাশে লেখা, ‘তোমার এমন এক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করছো, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’

রাশিয়া বিশ্বকাপের লোগোর পাশে এক সশস্ত্র জঙ্গির ছবিও পোস্ট করেছে তারা, যেখানে আরবিতে লিখা, ‘আমাদের জন্য অপেক্ষা করো।’ রাশিয়া আইএসবিরোধী অভিযান চালানোয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কর্তৃপক্ষ।

ত্রাস ছড়াতে আরেকটি পোস্টারএর আগে আরও একটি পোস্টারে দেখা গেছে, একজন সশস্ত্র জঙ্গি মস্কোর লুজনিকি স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছে, যেখানে ২০১৮ সালের ১৫ জুলাই হবে বিশ্বকাপ ফাইনাল। ওখানে লেখা ছিল, ‘রাশিয়ায় থাকা আল্লাহর শত্রুরা, আমি প্রতিজ্ঞা করে বলছি মুজাহিদীনরা তোমাদের পুড়িয়ে মারবে। শুধু অপেক্ষা করো।’ দ্য সান