শঙ্কায় ইতালির বিশ্বকাপ

গোলের পর সুইডিশ খেলোয়াড়দের উল্লাসগ্যালারিতে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচের বাধভাঙা উল্লাস। সুইডিশ তারকার মতো আনন্দে ভাসলো গোটা ফ্রেন্ডস অ্যারেনা। বিশ্বকাপ স্বপ্নের বীজটা বুনে ফেলল যে সুইডেন এখানেই! প্রথম ধাপে সফল, দ্বিতীয় ধাপটা কোনও মতে পার করে দিলেই রাশিয়া বিশ্বকাপে তারা। আর যদি সেটা হয়, তাহলে ফুটবল বিশ্বে লাগবে বড় ধাক্কা। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ছাড়া বিশ্বকাপ, ভাবা যায়! ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ প্লে অফের প্রথম লেগে কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তেমনটাই। সুইডেনের মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছে ইতালি। যাতে তাদের বিশ্বকাপ পড়ে গেল শঙ্কার ‍মুখে।

ফ্রেন্ডস অ্যারেনায় প্রথমার্ধটা সুইডেনেরই ছিল। সুযোগ তৈরি করেছে স্বাগতিকরাই বেশি। যদিও কাজে লাগাতে পারেনি তারা। প্লে অফ ম্যাচটাও খুব একটা জমেনি বিরতির আগ পর্যন্ত। হয়তো দ্বিতীয়ার্ধের জন্যই জমা ছিল সব। আসলে বিরতির পরই হয়েছে ‘সত্যিকারের লড়াই’। প্রথমার্ধে অগোছালো ইতালি শুরু থেকেই হয় আক্রমণাত্মক। ৪৮ মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটা তৈরি করেছিল ‘আজ্জুরিরা’। আন্তোনিও কারদ্রেভা বক্সের বাইরে থেকে নিয়েছিলেন জোরালো শট, সুইডিশ গোলরক্ষক লাফিয়ে প্রতিহত করলে গোল পায়নি ইতালি।

খানিক পরই আবার হতাশ হয় সফরকারীরা, যখন বারে লেগে বল ফিরে আসে। ইতালির হতাশা আরও বাড়ায় সুইডেন ৬১ ‍মিনিটে। ম্যাচের একমাত্র গোলটা হয়েছে তখনই। দ্বিতীয়ার্ধে সংগ্রাম করা সুইডেনকে এগিয়ে নেন ইয়াকুব জোহানসন। এজন্য অবশ্য স্বাগতিকরা পেয়েছে ভাগ্যের ছোঁয়া। সুইডিশ এই মিডফিল্ডারের শট ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনির পায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় জালে।

ম্যাচে ফেরার দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল ইতালি ৭০ মিনিটে। যদিও আবারও হতাশ হয় তারা পোস্টের কারণে। মাত্তেও দারমিয়ানের শট ফিরে আসে পোস্টে আঘাত করে। শেষ পর্যন্ত গোলটা আর শোধ করতে পারেনি সফরকারীরা।

তাই অপেক্ষা করতে হবে এখন তাদের ঘরের মাঠের দ্বিতীয় লেগের জন্য। হেরে এলেও ফিরতি লেগটা নিজেদের মাঠে বলে ইতালিয়ান খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। যদিও রাশিয়া বিশ্বকাপে জায়গা পেতে হলে অন্তত ২ গোল দিতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গোল ডটকম