ফ্রান্স জিতলেও ড্র হয়েছে জার্মানি-ইংল্যান্ড ম্যাচ

অলিভিয়ের জিরুর গোল উদযাপনবিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে দলগুলোর। এখন প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশন শুরু হয়েছে তাদের। সেই মিশনের শুরুতেই মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-জার্মানি। তবে হতাশই হতে হয়েছে দর্শকদের। গোলশূন্য ড্রতে শেষ হয়েছে ওয়েম্বলির ম্যাচটি। ফ্রান্সের প্রস্তুতি পর্বের শুরুটা অবশ্য হয়েছে দারুণ। ওয়েলসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ জিতেছে তারা ২-০ গোলে। সবচেয়ে বড় কথা গোল দুটি করেছেন আন্তোয়ান গ্রিয়েজমান ও অলিভিয়ের জিরু।

স্তাদে দে ফ্রান্সের ম্যাচে স্বাগতিকরা ১৮ মিনিটে এগিয়ে যায় গ্রিয়েজমানের লক্ষ্যভেদে। কোরেন্তিন ওলিসোর পাস ধরে দারুণ এক গোল করেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। আর ৭৩ মিনিটে ফরাসিদের জয় নিশ্চিত করেন জিরু। কাইলিয়ান এমবাপের সহায়তার জাল খুঁজে পান আর্সেনাল স্ট্রাইকার।

ওয়েম্বলিতে ইংল্যান্ড-জার্মানি ম্যাচ ড্র হলেও দুদলই লড়াই করে সমানতালে। রাশিয়া বিশ্বকাপ নিশ্চিতের পর প্রথমবার মাঠে নেমেছিল দল দুটি। আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মনে উত্তেজনা ছড়ালেও গোল পায়নি কোনও দলই।

ওয়েম্বলিতে গোল না হলেও বেলজিয়ামের কিং বাউডোইন স্টেডিয়ামে হয়েছে গোলোৎসব। ৬ গোলের থ্রিলারে বেলজিয়াম-মেক্সিকোর ম্যাচটি হয়েছে ৩-৩ গোলে ড্র। একবার স্বাগতিকরা এগিয়ে গেছে, তো পরমুহূর্তেই সমতা ফিরিয়েছে মেক্সিকো। ১৭ মিনিটে প্রথমে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম এডেন হ্যাজার্ডের লক্ষ্যভেদে। ৩৮ মিনিটে অবশ্য মেক্সিকোকে খেলায় ফেরান আন্দ্রেস গার্দাদো।

৫৫ মিনিটে আবার লিড নেয় বেলজিয়াম রোমেলু লুকাকুর লক্ষ্যভেদে। তবে লিডটা ধরে রাখতে পেরেছে মাত্র এক মিনিট, কারণ ৫৬ মিনিটে আবার গোল শোধ করে দেন হিরভিং লোজানো। দুইবার পিছিয়ে পড়া মেক্সিকোই ৬০ মিনিটে এগিয়ে যায় লোজানো দ্বিতীয়বার জাল খুঁজে পেলে। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সফরকারীরা। ৭০ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরান লুকাকু দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে। গোল ডটকম