বাংলাদেশের কাছে ‍কৃতজ্ঞ আফুসি

পদত্যাগ করলেও শেখ জামালের ওপরে ক্ষোভ নেই আফুসির। ছবি-ফেসবুকহঠাৎ ‘উধাও’ হয়ে জোসেফ আফুসি এখন লন্ডনে! মঙ্গলবার সকালে ধানমন্ডির ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার আগে পদত্যাগপত্র পাঠিয়ে দেন এই নাইজেরিয়ান কোচ। ই-মেইলে যে পদত্যাগপত্র পেয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারা হতবাক।

আফুসির অবশ্য ক্লাবের ওপরে কোনও ক্ষোভ নেই। বুধবার নিজের ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় বাংলাদেশ আর শেখ জামাল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, ‘প্রিয় বন্ধু, সহকর্মী আর ফুটবলভক্ত, বাংলাদেশে পাঁচটি চমৎকার বছর কাটানোর পর সময় এসেছে সরে দাঁড়ানোর এবং নতুন পথচলার। আমি বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে দলটি আমার ওপরে আস্থা রেখেছিল, আমাকে অনুসরণ করেছিল এবং সমর্থন দিয়েছিল, তাদেরও ধন্যবাদ।’

বাংলাদেশ আর শেখ জামালের প্রতি ভালোবাসা জানিয়ে আফুসি লিখেছেন, ‘দল, ফুটবল আর বাংলাদেশের সমর্থন ও ভালোবাসায় আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি নিশ্চিত, একে অন্যের কাছ থেকে পাওয়া শিক্ষা আমাদের সামনে সমৃদ্ধ ভবিষ্যত, দুর্দান্ত সাফল্য আর নতুন দিগন্ত খুলে দেবে। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ আর সবার জন্য শুভকামনা।’  

মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়ার আগে অবশ্য ক্ষোভের সুরে আফুসি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘২০১৪ সালে দল যখন ভালো অবস্থানে ছিল, তখন হঠাৎ আমাকে বাদ দেওয়া হয়েছিল। সেই সময় এ বিষয়ে কেউ কিছু বলেনি। তাহলে এখন আমার ক্লাব ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন?’ তবে এখন তার মুখে ভালোবাসার কথা।