৩৬ বছর পর বিশ্বকাপে পেরু

ফারফানের গোলে এগিয়ে যায় পেরু৩৬ বছরের অপেক্ষার অবসান হলো পেরুর। বৃহস্পতিবার আন্তঃকনফেডারেশন প্লে অফে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠলো তারা। দ্বিতীয় লেগে ২-০ গোলে ওশেনিয়ার চ্যাম্পিয়নদের হারিয়েছে কনমেবলের পঞ্চম স্থানে থাকা দলটি।

ওয়েলিংটনে গোলশূন্য ড্র হয়েছিল শনিবারের প্রথম লেগ। তবে দ্বিতীয় লেগে ন্যাশনাল স্টেডিয়াম দাপটে জিতলো পেরু। দুই লেগের অগ্রগামিতায় ১৯৮২ সালের পর প্রথমবার বিশ্বকাপে উঠলো তারা।

পেরুর দ্বিতীয় গোল করে ক্রিস্টিয়ান রামোসের উদযাপন (ডানে)জেফারসন ফারফান ২৮ মিনিটে অদম্য ভলিতে অল হোয়াইটস গোলরক্ষক স্টেফান মারিনোভিচকে পরাস্ত করেন। দেশটির চতুর্থ সর্বোচ্চ গোলদাতার এটি ছিল ২৩তম আন্তর্জাতিক গোল। নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে দেয় তারা দ্বিতীয়ার্ধের আরেক গোলে। ৬৫ মিনিটে সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রামোস করেন গোলটি।

এই জয়ের পর প্রতিশ্রুতি অনুযায়ী দেশটির সরকার একদিনের ছুটি ঘোষণা করেছে।

১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপের আমন্ত্রিত দল হিসেবে খেলেছিল পেরু। পরে আরও তিনটি বিশ্বকাপ খেলেছিল তারা ১৯৭০, ১৯৭৮ ও ১৯৮২ সালে। সেরা সাফল্য ছিল তাদের দ্বিতীয় বিশ্বকাপে, মেক্সিকোতে ওইবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল পেরু।




পেরুর আগে বৃহস্পতিবার হন্ডুরাসের বিপক্ষে প্লে অফের দ্বিতীয় লেগ জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। মাইল জেডিনাকের হ্যাটট্রিকে কনকাকাফের চতুর্থ দলটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সকারুরা।  প্রথম লেগটি হয়েছিল গোলশূন্য ড্র।