বেল-বেনজিমার সঙ্গে মাঠে নামতে চান রোনালদো

রিয়ালের ‘বিবিসি’জিনেদিন জিদানেরও চাওয়া ‘বিবিসি’কে একসঙ্গে মাঠে দেখার। কিন্তু গ্যারেথ বেল যে চোট কাটিয়ে ফিরতেই পারছেন না! মাঝে কোপা দেল রে’র এক ম্যাচে ফিরলেও আবার চোট পেয়ে চলে যান মাঠের বাইরে। এবার ফিট হয়ে খেলতে গেছেন রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ। দীর্ঘদিন পর তাই আবার সুযোগ হচ্ছে রিয়ালের আক্রমণভাগের ত্রিশূলকে একসঙ্গে দেখার। জিদানের মতো ক্রিস্তিয়ানো রোনালদোও মাঠে দেখতে চাইছেন ‘বিবিসি’কে।

করিম বেনজিমা, গ্যারেথ বেল ও ক্রিস্তিয়ানো রোনালদোর নামের অক্ষর মিলিয়ে স্প্যানিশ মিডিয়া তৈরি করে ‘বিবিসি’। বিশ্বের সেরা আক্রমণভাগ বানিয়ে শুরুতে দুর্দান্ত পারফরম করলেও চলতি মৌসুমে একসঙ্গে নামার সুযোগ হয়নি তাদের। ক্লাব বিশ্বকাপের স্কোয়াডে বেল থাকায় আবার তৈরি হয়েছে তাদের একসঙ্গে খেলার সম্ভাবনা। রোনালদো খুব করে চাইছেন ‘বিবিসি’কে মাঠে দেখতে, ‘পুরো স্কোয়াড দেখতে পেয়ে আমি ভীষণ খুশি, আর সেটা শুধুমাত্র করিম (বেনজিমা) ও গ্যাজ (বেল) আছে বলে নয়। ভালো লাগছে দলে কোনও ইনজুরি নেই দেখে, এটা খুব ভালো ব্যাপার। ব্যাপারটা দারুণ হবে যদি বিবিসি আবার একসঙ্গে খেলতে পারে।’

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আল জাজিরা। সব মহাদেশের সেরা ক্লাব নিয়ে গড়া এই টুর্নামেন্ট রোনালদো ইতিমধ্যেই জিতেছেন রিয়ালের হয়ে। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতেও আছে জয়ের অভিজ্ঞতা। এবারও জিততে চান শিরোপাটি, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। অবশ্যই এখানে খেলতে পারাটা আনন্দের, কেননা আপনি তখনই এখানে খেলতে পারবেন, যখন জিততে পারবেন চ্যাম্পিয়নস লিগ।’ সঙ্গে যোগ করলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ জেতার সুযোগ হয়েছে আমার, মানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছি। আবারও শিরোপা জিততে চাই এবং যদি সম্ভব হয় গোল করে এই কাপটা জিততে সাহায্য করতে চাই দলকে।’ মার্কা