সাংহাই ছেড়ে আবারও বোকায় তেভেজ

Shanghai-Shenhua-FC-v-Brisbane-Roar-AFC-Champions-League-football-match-Shanghai-China-08-Febআরও এক বছর সাংহাই সেনহুয়াতে চুক্তিবদ্ধ ছিলেন কার্লোস তেভেজ। কিন্তু পারস্পরিক সমঝোতার মাধ্যমে চীনা ক্লাবকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চীনা সুপার লিগ ক্লাব শনিবার এক ঘোষণায় জানালো, ছেলেবেলার ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে যাচ্ছেন তেভেজ।

ম্যানইউ ও ম্যানসিটির সাবেক ফরোয়ার্ড ২০১৬ সালের ডিসেম্বরে সাংহাইতে যোগ দেন। কিন্তু ভালো কিছু করতে পারেননি। ২০ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন তেভেজ। চীনা ক্লাব তাদের ওয়েবসাইটে শুভ কামনা জানিয়েছে ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডকে, ‘গত মৌসুমে অবদানের জন্য তেভেজকে অনেক ধন্যবাদ। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’

২০০১ সালে ক্যারিয়ার শুরু হয়েছিল যেখানে, সেই বোকায় আবার ফিরছেন তেভেজ। আর্জেন্টাইন জায়ান্টরা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ‘তেভেজ বাড়ি ফিরেছে। আজ সে ক্যাম্পে যোগ দিয়েছে এবং এরই মধ্যে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছে।’

এর আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বোকায় খেলেছেন তেভেজ। তারপর ২০১৫-১৬ মৌসুম খেলে এশিয়ান চ্যালেঞ্জে যোগ দেন তিনি। ইএসপিএনএফসি, গোল ডটকম