নীলফামারীতে মিনি ফুটবল টার্ফ উদ্বোধন

মিনি টার্ফের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি-বাফুফেফিফা ও এএফসি শুধু বড় আকারের কৃত্রিম টার্ফ দিচ্ছে না, পাশাপাশি মিনি টার্ফ দিয়েও সাহায্য করছে বাংলাদেশের ফুটবলকে। রবিবার নীলফামারী স্টেডিয়ামে দেশের প্রথম মিনি টার্ফের উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

৪০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের মিনি টার্ফ মাদারীপুর আর ফেনী জেলাতেও স্থাপন করবে বাফুফে। আরও তিনটি টার্ফের জন্য আবেদন করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ রবিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি আমাদের তিনটি টার্ফ দিয়েছে। নতুন বছরে আমরা এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাছে আরও তিনটি টার্ফ চেয়েছি। সব কিছু যাচাই-বাচাই করেই এএফসি টার্ফ দেবে আমাদের।’