হংকংয়ে সাফল্যের লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

বাফুফে ভবনের টার্ফে দুই বেলা অনুশীলন করছে বাংলাদেশের মেয়েরা। ছবি-বাফুফেনতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় কাটবে মেয়েদের। সবার আগে হংকংয়ে একটি চার জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, যার প্রস্তুতিতে ব্যস্ত লাল-সবুজের দল।

হংকংয়ে জকি ক্লাব গাউস আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ মার্চ। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা খেলবে ইরান, চাইনিজ তাইপে এবং স্বাগতিক দলের বিপক্ষে।

যদিও টুর্নামেন্ট শুরু হতে প্রায় আড়াই মাস বাকি, তবে এখনই অনুশীলনে একাগ্র মারিয়া-তহুরা-আঁখিরা। কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, ‘মেয়েদের দুই বেলা অনুশীলন হচ্ছে। ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলটির শুধু মার্জিয়া খেলতে পারবে না বয়সের কারণে। আমরা ইরান আর তাইপেকে ঢাকায় হারিয়েছি, তবে হংকং নতুন প্রতিপক্ষ। আশা করি, টুর্নামেন্টে ইতিবাচক ফল পাবো।’

২০১৮ সালে জাতীয় দল আর বয়সভিত্তিক মিলে আটটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা।