খেলা দেখে মালদ্বীপ যাওয়ার সুযোগ!

এই পোস্টে গোল করতে পারলেই টিকিট পাওয়া যাবে। ছবি-ফেসবুকঢাকার ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের আগমন বেশি দিন হয়নি। তবে নবাগত দলটিই হৈচৈ ফেলে দিয়েছে ফুটবলাঙ্গনে। প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবার অংশ নিয়েই চতুর্থ হওয়া সাইফ স্পোর্টিং এখন এএফসি কাপে অভিষেকের অপেক্ষায়। মাঠে দর্শক আনতে অভিনব উদ্যোগও নিয়েছে দলটি।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের প্রি-প্লে অফ ম্যাচে সাইফ স্পোর্টিং খেলবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। মাঠে গিয়ে ম্যাচটি দেখতে একটি পয়সাও খরচ করতে হবে না!

ম্যাচটি সামনে রেখে কয়েক দিন ধরে ক্যারাভ্যানে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে সাইফ স্পোর্টিং। ছোট পোস্টে গোল করতে পারলেই ‘গোলদাতা’ পাচ্ছেন সাইফের জার্সি সহ ম্যাচের টিকিট। যারা এই সুযোগ পাচ্ছেন না, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। ম্যাচের আগে স্টেডিয়ামে হাজির হলেই তাদের টিকিট ‍উপহার দেবে হলুদ-কালো জার্সির দলটি।

টিকিটের সঙ্গে একটি কুপনও থাকবে, যার র‌্যাফেল ড্র হবে খেলার মাঝপথে। ড্রতে  বিজয়ী তিনজনকে আগামী ৩০ জানুয়ারি এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ দেখতে মালদ্বীপে নিয়ে যাবে সাইফ স্পোর্টিং। তাদের তিন দিন দুই রাত থাকা-খাওয়া ফ্রি। এছাড়া আই ফোন সহ বেশ কিছু উপহার থাকবে র‌্যাফেল ড্রতে।

এ প্রসঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাবের জেনারেল (অপারেশন) ম্যানেজার সাইদ আল ফাত্তাহ  জানালেন, ‘নতুন দল হিসেবে আমরা ফুটবল-ভক্তদের অনুপ্রাণিত করার চেষ্টা করছি। আমরা চাই, তারা যেন মাঠে এসে আমাদের উৎসাহ দেন। কালকের ম্যাচ মাঠে গিয়ে দেখতে টাকা লাগবে না। আমরা র‌্যাফেল ড্রর মাধ্যমে তিনজনকে মালদ্বীপে নিয়ে যাবো। আইফোন সহ অন্য উপহারও আছে।’