মেসি-সুয়ারেসের গোলে সেমিফাইনালে বার্সেলোনা

লিওনেল মেসি করলেন দ্বিতীয় গোলফিলিপ কৌতিনিয়োর অভিষেকে আলো ছড়ালেন লিওনেল মেসি ও লুই সুয়ারেস। তাদের গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠলো বার্সেলোনা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারা বার্সেলোনা ২-১ গোলের অগ্রগামিতায় শেষ চারের টিকিট পেলো বার্সেলোনা। ভ্যালেন্সিয়া, সেভিয়া ও লেহানেসের সঙ্গে যোগ দিলো তারা।

ন্যু ক্যাম্পে বৃহস্পতিবার শুরু থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বার্সা। ৭ মিনিটে হলুদ কার্ড পাওয়ার হতাশা কিছুক্ষণ পরই কাটান সুয়ারেস। অ্যালেইক্স ভিদাল সুযোগ তৈরি করে দেন তাকে। তার ক্রস থেকে নিখুঁত হেডে লড়াইয়ে সমতা ফেরান উরুগুয়ের স্ট্রাইকার।

লক্ষ্যভেদ করছেন সুয়ারেসএস্পানিওল ম্যাচে সমতা প্রায় ফিরিয়েছিল। কিন্তু জ্যাসপার সিলেসেন রুখে দেন জেরার্ড মোরেনোর শট। এগিয়ে যাওয়ার জন্য মরিয়া বার্সা ১৯ মিনিটে একটি সুযোগ পায়। ৪০ গজ দূর থেকে মেসির শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। চার মিনিট পর এস্তেবান গ্রানেরো ভ্যালেন্সিয়ার একটি সুযোগ নষ্ট করেন। ঠিক এক মিনিট পর মেসি এগিয়ে নেন বার্সাকে। বক্সের বাইরে থেকে পাউল লোপেজকে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার গোলটি ছিল ন্যু ক্যাম্পে বার্সেলোনার ৪ হাজারতম।

বিরতির আগে বার্সাকে আরও একবার এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন সুয়ারেস। তার চেষ্টা গোলমুখে ঢোকার আগে রুখে দেন অতিথি ডিফেন্ডার। সের্হিয়ো বুশকেৎসের বানিয়ে দেওয়া বলে অফসাইডের কারণে সহজ একটি সুযোগ থেকে গোল করতে পারেননি মেসি।

ইনিয়েস্তার বদলি নামছেন কৌতিনিয়ো৬৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হয়ে বার্সেলোনায় অভিষেক হয় কৌতিনিয়োর। সুয়ারেসকে সুযোগ তৈরি করে দিয়েছিলেন ব্রাজিলিয়ান, কিন্তু এস্পানিওল গোলরক্ষক বাধা দেন। কিছুক্ষণ পর ইভান রাকিটিচকে প্রত্যাখ্যাত করেন লোপেজ।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে রাকিটিচের ক্রস থেকে মেসির হেড পোস্টে লাগে। এত সুযোগ নষ্ট হলেও সমস্যা হয়নি বার্সেলোনার। কারণ প্রথমার্ধের দুই গোলেই তাদের গন্তব্যে পৌঁছে যায় তারা। ইএসপিএনএফসি