ব্রাজিলের বিশ্বকাপ দলে ‘নিশ্চিত’ যারা!

England-vs-Brazil-International-Friendlyরাশিয়ায় বিশ্বকাপ শুরু হতে আর চার মাসের মতো বাকি। এই মিশনে অংশ নিতে যাওয়া ব্রাজিলের ২৩ জনের মধ্যে ১৫ জনকে নিশ্চিত করে ফেলেছেন কোচ তিতে! ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল এস্পোর্তে দাবি করেছে এমন খবর।

ওই সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দলের দুই-তৃতীয়াংশ খেলোয়াড়কে এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছেন তিতে। এই ১৫ জন কারা, সেটাও প্রকাশ করেছে তারা।

বার্সেলোনার ফিলিপ কৌতিনিয়ো ও পাউলিনিয়ো; পিএসজির চার তারকা নেইমার, থিয়াগো সিলভা, মারকুইনহোস ও দানি আলভেস; লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনিয়ো; রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো এবং ম্যানচেস্টার সিটির গ্র্যাবিয়েল হেসুস ও ফার্নান্দিনিয়ো আছেন এই দলে। ইউওএল এস্পোর্তের দাবি- ডাক পাওয়ার অপেক্ষায় থাকা অন্যরা হলেন ইন্টার মিলানের মিরান্দা, রোমা গোলরক্ষক অ্যালিসন, রিয়াল লেফট ব্যাক মার্সেলো, বেইজিং সিনোবো গুয়ানের রেনাতো অগাস্তো ও চেলসি উইঙ্গার উইলিয়ান।

ঘরোয়া ক্লাবে খেলার কারণে তিতে রাখবেন কোরিন্থিয়ান্সের জ্যাডসন ও ক্রুজেইরো রাইট ব্যাক এদিলসনকে।

তিতের দলের বাকি ৮ সম্ভাব্য খেলোয়াড় কারা, সেটা স্পষ্ট নয়। এজন্য আগামী তিন মাসের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তারাই জায়গা পাবেন।

গুরুত্বপূর্ণ এই প্রস্তুতিমূলক সূচিতে ব্রাজিল মে মাসের শেষদিকে লড়বে রাশিয়া ও জার্মানিকে।

১৫ জনের তালিকা: গোলরক্ষক- এলিসন; ডিফেন্ডার- দানি আলভেস, মারকুইনহোস, মিরান্দা, মার্সেলো ও থিয়াগো সিলভা; মিডফিল্ডার- কাসেমিরো, পাউলিনিয়ো, রেনাতো অগাস্তো, কৌতিনিয়ো, ফার্নান্দিনিয়ো ও উইলিয়ান; ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল হেসুস ও রবার্তো ফিরমিনিয়ো।