রিয়ালের কোচ থাকতে লড়বেন জিদান

15191299494869গত মৌসুমে দ্বৈত শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ এবার ছন্নছাড়া। কেবল চ্যাম্পিয়নস লিগই তাদের একমাত্র আশা। দলের এই বেহাল দশায় শঙ্কার মধ্যে পড়েছে জিনেদিন জিদানের ভবিষ্যৎও। তবে কোচের দায়িত্বে থাকতে আপ্রাণ চেষ্টা করে যাবেন বলে জানালেন বিশ্বকাপ জয়ী ফরাসি অধিনায়ক।

কয়েক সপ্তাহ আগে জিদান জানান, কোচের ভূমিকায় তার ভবিষ্যৎ নির্ভর করছে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের ওপর। প্রথম লেগ ৩-১ গোলে রিয়াল জেতায় শঙ্কার মেঘ কেটে গেছে অনেকখানি। যদিও এই মৌসুম শেষে যে কোনও কিছু ঘটতে পারে। কিন্তু জিদান দায়িত্বে থেকে যেতে চান।

লেহানেসের বিপক্ষে বুধবার লা লিগায় মুখোমুখি হচ্ছে রিয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদান বললেন তার ভবিষ্যতের কথা, ‘মাঝেমধ্যে যখন উত্তর (ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন) দিতে হয়, তখন সেখানে কিছুটা দ্বিধা কাজ করে। কিন্তু আমি যতদিন না এই দায়িত্বে ক্লান্ত হচ্ছি, ততদিন চালিয়ে যাব।’

নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও লুকোচুরি করবেন না জিদান, ‘আমি এখানে ভালো আছি, লড়াই চালিয়ে যাচ্ছি। এখানে সারাজীবন থাকতে আমি লড়াই করে যাব।’ মার্কা