মেসি-সুয়ারেসকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত বার্সা কোচের

মেসি৮ দিনের মধ্যে তিন ম্যাচ, এরপর আবার রয়েছে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলা। ব্যস্ত সূচিতে দলের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও লুই সুয়ারেসকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।

শনিবার রাতে জিরোনার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ঘরের মাঠের লিগ ম্যাচে মেসি ও সুয়ারেসকে বিশ্রামের ইঙ্গিত দিয়েছেন ভালভারদে। কাতালান প্রতিবেশীদের বিপক্ষে ম্যাচটি তাদের আট দিনের মধ্যে হতে যাওয়া তিন ম্যাচের প্রথমটি।

জিরোনার ম্যাচের পর ১ মার্চ লা লিগার শীর্ষে থাকা দলটি আতিথ্য নেবে লাস পালমাসের মাঠে। তিন দিন পরেই আবার ঘরের মাঠে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ঠাসা সূচিতে দলের সেরা দুই খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে ভালভারদের। মেসি ও সুয়ারেসকে বিশ্রাম দেওয়া হবে কিনা, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে বার্সেলোনা কোচের উত্তর, ‘সম্ভাবনা আছে, তবে আমি এটা প্রকাশ করতে চাইছি না।’

জিরোনার বিপক্ষে মেসি ও সুয়ারেস থাকছেন কিনা, সেটা নিয়ে স্পষ্ট কিছু না বললেও ভালভারদে নিশ্চিত করেছেন উসমান দেম্বেলের মাঠে ফেরার বিষয়টি। ফরাসি উইঙ্গার সম্পর্কে সাবেক অ্যাথলেতিক বিলবাও কোচ বলেছেন, ‘আশা করছি সে (দেম্বেলে) প্রস্তুত। আর এই কারণেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।’ গোল ডটকম