৭০ কোটি ইউরো রিলিজ ক্লজেও মেসিকে হারানোর শঙ্কা!

Fahim Photoবর্তমান দলবদলের বাজার পরিস্থিতিকে ‘বাতিকগ্রস্থ’ উল্লেখ করে লিওনেল মেসিকে হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন বার্সেলোনার এক শীর্ষ কর্মকর্তা। তার মতে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের রিলিজ ক্লস ৭০ কোটি ইউরো হলেও তাকে ন্যু ক্যাম্পে রেখে দেওয়ার জন্য যথেষ্ট নয়। প্রতিদ্বন্দ্বী বেশ কয়েকটি ক্লাবের ওই আর্থিক সামর্থ্য আছে মনে করেন ক্লাবটির অর্থনীতি ও কৌশল বিষয়ক পরিচালক পানচো শ্রোদের।

চুক্তি নিয়ে অনেক জল্পনা কল্পনার পর গত নভেম্বরে বার্সার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন মেসি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এই সময়ের মধ্যে তাকে কিনতে চাইলে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লস দিতে হবে আগ্রহী ক্লাবকে।

গত মৌসুমের শুরুতে প্রায় ২৩ কোটি ইউরোতে নেইমারকে বার্সা থেকে পিএসজি কিনে নেওয়ায় এই শঙ্কা প্রকাশ করেছেন পানচো। তার মতে, ওই দামে কেউ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেনাটা ছিল কল্পনাতীত। বার্সার এই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, যে ক্লস ঠিক করেছি তা মেসির বার্সায় অবসর নেওয়ার জন্য যথেষ্ট।’

কিন্তু গত কয়েক মাসের চিত্রে এটা খুব বেশি যথেষ্ট নয় জানালেন পানচো, ‘এক বছর আগে আমরা ভেবেছিলাম নেইমারের ক্লসটি তাকে রেখে দিতে যথেষ্ট। কিন্তু ব্যাপারটা তা নয়, গত মৌসুমে এটা প্রমাণ হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘ভবিষ্যতের কথা একবার ভাবুন, এটা বলা কঠিন। আমার এমন কিছু নেই যেটা দিয়ে ভবিষ্যৎ দেখতে পাব। আর আজকাল সবকিছু (বাজার পরিস্থিতি) বেশ অদ্ভুত।’ গোল ডটকম