রিয়ালকে এখনও শিরোপার দৌড়ে দেখছেন বার্সা কোচ

ভালভারদে ও জিদানআর ১০ ম্যাচ হাতে আছে রিয়াল মাদ্রিদের, শীর্ষস্থান থেকে এখনও তারা পিছিয়ে ১৫ পয়েন্টে। তারপরও জিনেদিন জিদানের দলকে শিরোপা দৌড়ের বাইরে রাখছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।
এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা (৭২)। শনিবার মালাগার মাঠে ২-০ গোলে জয়ের পর বার্সা কোচ বলেছেন, এখনও লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে আছে অ্যাতলেতিকো (৬১) ও রিয়াল (৫৭)। রবিবার পয়েন্ট ব্যবধান কমাতে সেল্তা ভিগোকে স্বাগত জানাবে দিয়েগো সিমিওনির দল।

ফিলিপ কৌতিনিয়ো ও লুই সুয়ারেসের গোলে বার্সার জয়ের দিনে আগের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে এইবারকে হারায় রিয়াল। ভালভারদের মতে, কাগজে কলমে এখনও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী শিরোপার লড়াইয়ে আছে।

অপরাজিত থাকার মর্যাদা ২৮ ম্যাচে বাড়িয়ে নেওয়ার পর বার্সা কোচ বলেছেন, ‘শিরোপার লড়াই এখনও অবশ্যই আছে। গাণিতিকভাবে এখনও সম্ভব, তাই কাউকে এর বাইরে রাখা যাবে না। আমি (রিয়ালের) সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না এবং তারাও নিজেদের টিকিয়ে রাখতে ভালো খেলবে।’ ইএসপিএনএফসি