মেয়েদের ফুটবলের ফাইনালে ঢাকা-ময়মনসিংহ

ঢাকা ও ময়মনসিংহের মেয়েদের ফাইনালে ওঠার উচ্ছ্বাসবাংলাদেশ যুব গেমসে মেয়েদের ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। ফাইনাল হবে আগামী বুধবার।  

সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ঢাকা রীতিমতো ছেলেখেলা করেছে খুলনা বিভাগকে নিয়ে, জিতেছে ১৬-০ গোলের বিশাল ব্যবধানে।

তবে একই মাঠে অনুষ্ঠিত পরের সেমিফাইনালে লড়াই হয়েছে সমানে সমানে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর চট্টগ্রাম বিভাগকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ ময়মনসিংহের মেয়েদের। 

প্রথম সেমিফাইনালে শুরু থেকেই ঢাকার একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়া খুলনা দাঁড়াতেই পারেনি। ডাবল হ্যাটট্রিক সহ আট গোল করে ঢাকার জয়ে সবচেয়ে বড় অবদান শাহিদার। হ্যাটট্রিক সহ চার গোল করেছেন সাদিয়া। একটি করে গোল রত্না, খাদিজা ও আফিদার। বাকি গোলটি ছিল তামান্নার আত্মঘাতী।

পরের ম্যাচে শুরুতেই পেনাল্টি থেকে চট্টগ্রামকে এগিয়ে দিয়েছেন থুমাচিং মারমা। তবে মারুফা, রনি ও সালমার লক্ষ্যভেদে জয়ের পথে এগিয়ে গেছে ময়মনসিংহ।  ৬৫ মিনিটে সশু মারমা ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি চট্টগ্রাম।