শেষ আটে স্প্যানিশ প্রতিপক্ষ চান না ইনিয়েস্তা

15210638802286রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার সঙ্গে স্পেনের তৃতীয় ক্লাব হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। শুক্রবার চূড়ান্ত হবে শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে। তিন স্প্যানিশ দল ছাড়াও শেষ ষোলোর বাধা পেরিয়েছে জুভেন্টাস, রোমা, বায়ার্ন মিউনিখ, ম্যানসিটি ও লিভারপুল। এদের কারও মধ্যে থেকেই প্রতিপক্ষ হিসেবে চান বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

ড্র নিয়ে স্প্যানিশ তারকার প্রত্যাশা, ‘স্প্যানিশ কোনও দল নয়। কারণ আমরা একে অপরকে অনেক ভালো করে চিনি। আমি তাদের কাউকে প্রতিপক্ষ হিসেবে চাই না।’

শিরোপার লক্ষ্যে বার্সা খেলবে জানালেন ইনিয়েস্তা, ‘চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য সবসময় থাকে। কিন্তু এটা কঠিন হবে। একটি খারাপ ম্যাচ ছিটকে দিতে পারে। আমাদের উদ্দেশ্য থাকবে ভুল কম করা। কারণ আমি বিশ্বাস করি এই শিরোপা জেতার মতো দল ও ফর্ম আমাদের আছে।’

ন্যু ক্যাম্পে ভবিষ্যৎ নিয়েও ম্যাচ শেষে কথা বললেন ইনিয়েস্তা। স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা এই মৌসুম শেষ হওয়ার আগে সিদ্ধান্ত জানাবেন, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা সবার আগে জানাব ক্লাবকে, তারপর সবাই জানতে পারবে। ৩০ এপ্রিলের আগেই আমি সিদ্ধান্ত নেব। আমার ও ক্লাবের জন্য সেরা সিদ্ধান্ত নেব, আর কয়েকটা সপ্তাহ আছে।’ মার্কা